Next scheduled rescrape ... in 6 days
Version 1
Last scraped
Scraped on 30/08/2025, 20:01:56 UTC
ভাই করা যাচ্ছে না কেন জানি! গেট ইওর কার্ডে ক্লিক করলে ইরর কোড দিতেছে আমারে! আমি এতদিন জানতাম বাইবিটের কার্ড বাংলাদেশে এলাও না! নাকি নয়া নয় পলিসি চেন্জ করছে! বুঝলামনা কি হলো! সমাধান জানা থাকলে একটু হেল্প করেন। ওহ ভাই আরেকটা কথা জানার ছিলো! এসব কার্ড পেমেন্টে ট্যাক্সের কোনো কাহিনি আছে? আমি একবার আলিএক্সপ্রেস দিয়ে চায়না থেকে প্রোডাক্ট আনি। সেখানে আমার কার্ড না থাকায় এক পরিচিত একজনের কাছ থেকে পেমেন্ট করে নেই। সো টাকা নেয়ার সময় অতিরিক্ত কত পার্সেন্ট ১০-১৫% তিনি বেশি রাখেন আমার কাছে। বলেন ট্যাক কাটছে!
আলাদা ট্যাক্স কাটে এমনটা কখনো পাই নি। আমি বেশকিছু ট্রাঞ্জেকশন কমপ্লিট করছি বাইবিট কার্ডের মাধ্যমে। বাংলাদেশে ডুয়েল কারেন্সি কার্ডের মতো সিম্পল একটা বিষয়কে কি জটিল বানিয়ে রাখা হয়েছে। একটা ডুয়েল কারেন্সি কার্ড নেওয়া আর যুদ্ধ করা সমান।
আমি বর্তমানে যেই দেশে আছি সেখানে ব্যাংকের এপস এর মাধ্যমে ২ থেকে ৩ মিনিটে একাউন্ট খুলে অই ব্যাংকের যেকোনো ব্রাঞ্চ বা KIOSK বুথ এ গিয়ে ৫ মিনিটের মধ্যে নিজে নিজে মেশিনে রেসিডেন্সি কার্ড নাম্বার দিয়ে নিজের নামে ডুয়েল কারেন্সি কার্ড প্রিন্ট করে নিয়ে নেওয়া যায়। এছাড়া ভার্চুয়াল কার্ড যেটা থাকে সেটাও ডুয়েল কারেন্সি।
এই দেশের মোবাইল ওয়ালেট থেকেও ডুয়েল কারেন্সি কার্ড দেয় ফিজিক্যাল+ভার্চুয়াল। মোবাইল ওয়ালেট এ যেই পরিমাণ সুযোগ সুবিধা আছে আগামী ৫০ বছরেও বাংলাদেশের কোনো ব্যাংকের এপসেও সেই সুবিধা আসবে কিনা সন্দেহ।
ব্যাংক একাউন্ট খুলতেও শুধু রেসিডেন্সি কার্ডের নাম্বার লাগে এর বাহিরে কিছুই লাগেনা। রেসিডেন্সি কার্ড নাম্বার দিলে সব তথ্য অটোমেটিক নিয়ে নেয়।
বাংলাদেশে কবে হবে এতো সহজ সিস্টেম।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 30/08/2025, 19:56:28 UTC
ভাই করা যাচ্ছে না কেন জানি! গেট ইওর কার্ডে ক্লিক করলে ইরর কোড দিতেছে আমারে! আমি এতদিন জানতাম বাইবিটের কার্ড বাংলাদেশে এলাও না! নাকি নয়া নয় পলিসি চেন্জ করছে! বুঝলামনা কি হলো! সমাধান জানা থাকলে একটু হেল্প করেন। ওহ ভাই আরেকটা কথা জানার ছিলো! এসব কার্ড পেমেন্টে ট্যাক্সের কোনো কাহিনি আছে? আমি একবার আলিএক্সপ্রেস দিয়ে চায়না থেকে প্রোডাক্ট আনি। সেখানে আমার কার্ড না থাকায় এক পরিচিত একজনের কাছ থেকে পেমেন্ট করে নেই। সো টাকা নেয়ার সময় অতিরিক্ত কত পার্সেন্ট ১০-১৫% তিনি বেশি রাখেন আমার কাছে। বলেন ট্যাক কাটছে!
আলাদা ট্যাক্স কাটে এমনটা কখনো পাই নি। আমি বেশকিছু ট্রাঞ্জেকশন কমপ্লিট করছি বাইবিট কার্ডের মাধ্যমে। বাংলাদেশে ডুয়েল কারেন্সি কার্ডের মতো সিম্পল একটা বিষয়কে কি জটিল বানিয়ে রাখা হয়েছে। একটা ডুয়েল কারেন্সি কার্ড নেওয়া আর যুদ্ধ করা সমান।
আমি বর্তমানে যেই দেশে আছি সেখানে ব্যাংকের এপস এর মাধ্যমে ২ থেকে ৩ মিনিটে একাউন্ট খুলে অই ব্যাংকের যেকোনো ব্রাঞ্চ বা KIOSK বুথ এ গিয়ে ৫ মিনিটের মধ্যে নিজে নিজে মেশিনে রেসিডেন্সি কার্ড নাম্বার দিয়ে নিজের নামে ডুয়েল কারেন্সি কার্ড প্রিন্ট করে নিয়ে নেওয়া যায়।
ব্যাংক একাউন্ট খুলতেও শুধু রেসিডেন্সি কার্ডের নাম্বার লাগে এর বাহিরে কিছুই লাগেনা। রেসিডেন্সি কার্ড নাম্বার দিলে সব তথ্য অটোমেটিক নিয়ে নেয়।