আলাদা ট্যাক্স কাটে এমনটা কখনো পাই নি। আমি বেশকিছু ট্রাঞ্জেকশন কমপ্লিট করছি বাইবিট কার্ডের মাধ্যমে। বাংলাদেশে ডুয়েল কারেন্সি কার্ডের মতো সিম্পল একটা বিষয়কে কি জটিল বানিয়ে রাখা হয়েছে।
............
বাংলাদেশে কবে হবে এতো সহজ সিস্টেম।
তাহলে আমার কাছ দিয়ে আবার ১০-১৫% এক্সট্রা টাকা নিলো কেন! ধেত্তেরি!!!
এটাই বাংলাদেশ, সোজা জিনিসরে ভ্যাজাল করবে। যেই কাজ ২ স্টেপে হয়ে যায় সেটা ১০ স্টেপ বানাবে। যদিও এটা টপিকের বাহিরে যায় তবুও শেয়ার করি। সো আমি অনেকদিন ধরেই আমার NID সংশোধনের চেষ্টা করতেছি। একমাত্র সঠিক ডকুমেন্ট হলো আমার জন্মসনদ। আর স্কুল কলেজ ভার্সিটি ইত্যা
তদিযা আছে সবখানেই ভুল। আর আমি আবার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শিফ্ট হইছি! সো এসব সার্টিফিকেট ফিক্স করা কত পেরা ভালোই জানেন। আমাকে অনলাইনে আবেদন করে, ফিজিক্যালি গিয়ে আবার অফলাইনে কাগজ জমা দিয়ে ৬ মাস দৌড়াতে হবে (বালের সিস্টেম আমার)। তো এখন আমি যে এনএইডির কথা বল্লা
রম সেখানে আমার জন্মসনদ (সঠিক) জমা দিয়ে নাম ফিক্স করার ট্রাই করছিলাম। বাট শালারা নিতেছে না। বলে একাডেমিক সার্টিফিকেট লাগবে। এদিকে আমি একাডেমিক সার্টিফিকেট এখনো ফিক্স করতে পারিনি। এই মুুহূর্তে আমার এনআইডি বেশি জরুরি বাট ওরা খালি জন্মসনদ নিবে না। আরে চু*তিয়া আমার একাডেমিক সার্টিফিকেটেও ভুল
, বাংলা বোঝস না? হাজার বার বুঝানোর চেষ্টা করছি তাও না তাদের একাডেমিক সার্টিফিকেটই লাগবে। এখন আবার শুনতেছি JSC SSC HSC এগুলো ফিক্স করতে নাকি ক্লাস ৫ এর টা ঠিক করা লাগবে! লাইক সিরিয়াসলি ম্যান? ঐটার তো ডিজিটালাইজেশনও হয়ন
াি মেইবি। জীবনের ৩ ভাগের একভাগ অলরেডি শেষ করে ফেল্লাম, তারপরেও সার্টিফিকেট
শেষ ঠিক
করতে পারলাম না। লল, হাসবো নাকি কাদবো বুঝতেছিনা!