আপনি বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করছেন কি নাহ জানি নাহ। কিন্তু সকল কার্ডেই ট্রাক্স রয়েছে, কিছু কার্ড সার্ভিস প্রদানকারি সেটি নিজেরা বহন করে অথবা মাসিক ফি এর সাথে নিয়ে নেয়। আর বাংলাদেশেরে ডুয়েলি কারেন্সি কার্ডের ট্রাক্স একেক ব্যাংকে একেক রকম। উদাহরণ হিসেবে যদি ব্রাক ব্যাংকের কথা বলি, তাহলে তারা সর্বনিম্ন ২০০ টাকা কিংবা বড় অর্থের লেনদেনে ৩% নিয়ে থাকে, যদি আপনি US এর বাহিরের কোনো কিছুতে পেমেন্ট করতে ব্যবহার করেন।
এই লিংকে যেয়ে দেখে নেন:
https://www.bracbank.com/schedule_of_charges_credit_card_july_2025.html আপনি যেই লিংক দিছেন সেটা ক্রেডিট কার্ডের চার্জ সম্পর্কিত। আমরা ক্রেডিট কার্ড নিয়ে আলাপ করছিলাম না। আলাপ মূলত ডেবিট কার্ড নিয়ে হচ্ছিলো।
আমি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করছি অনেকদিন আর বর্তমানে পূবালী ব্যাংকের ডেবিট কার্ড আছে যদিও ব্যাবহার করিনা। বর্তমানে যেই দেশে আছি সেই দেশের ব্যাংকের কার্ড ব্যাবহার করি।