কোট
Wise একাউন্ট বলতে এটা কি ব্যাংক একাউন্ট নাকি! আমি যতদূর জানতাম wise একটি ব্যাংকিং প্রতিষ্ঠান। আমার বেশি ডলারের কাজ ভাই।
ব্যাংক একাউন্ট নাহ, এটি ফ্রিল্যান্সারদের জন্য একটি payment gateway , কিন্তু বাংলাদেশে আর সার্ভিস দেয় নাহ। আপনাকে বাহিরের দেশ কিংবা অন্যদেশে ব্যবসা থাকলে নিজের একাউন্ট করতে পারেন এবং ব্যবহার করতে পারবেন। অনেকে দেশে তো ক্রিপ্টোর মাধ্যমেও ব্যালেন্স লোড করা যায়।
১০-২০ ডলারের সাবক্রিবসন না। এতো কমে পোষাচ্ছে না। আমি আজকে কয়েকজনের কাছে এই ডুয়েল কারেন্সি নিয়ে হেল্প চেয়েছিলাম, সবাইই রেডডটপে রে সাজেস্ট করতেছে।
আমার প্রতিবছর $২০০-$৩০০ এর subscription এ দিতে যায় এবং সেটি একবারে দিয়ে থাকি । আর গেম কেনার সময় তো সর্বনিম্ন $৫০ আমার এমনিতেই খরচ হয়। আমি ওমন ১০-২০ পেমেন্ট করিও নাহ এবং যেটা ব্যবহার করি, সবকিছু ভেবেচিন্তে ব্যবহার করি।
https://wise.com/help/articles/2968915/can-i-get-the-wise-card-in-my-countryআর সকলে রিডটপে আপনাকে ব্যবহার করতে বলতেছে, কারণ তারা সেই ব্যবহার করেছে এবং অন্যান্য কার্ড মনে হয় নাহ, তেমন একটি ব্যবহার করেছে । আর ব্যবহার করলেও তারা ফি এর বিষয়টা কখনোই মাথায় নেয়নি এবং তাদের কার্ড নিতে কত লাগতেছে। আমি আপনাকে Bitnob এর বিষয়ে বলেছি, বাকি দেখেন সকলের কথায় কিংবা সকলের মতো বেশি ফি দিয়ে কার্ড ব্যবহার করবেন নাকি Bitnob ব্যবহার করবেন।

ট্রানজেকশন ফেইল কি হুদাহুদি হয় নাকি ব্যালেন্স না থাকলে বা নেটওয়ার্ক ইস্যু থাকলে হয়। ফাওফাও ০.৫০$ কেটে নিবে কি বালের সিস্টেম এটা। ১০০$ ডলারের মতো দাম বাইদাওয়ে।
এখানের অনেকেই যেটা জানে নাহ, সেটি হলো:
আপনার ভার্চুয়াল কার্ড যে দেশ থেকে প্রদান করা হয়েছে, আপনাকে সেই দেশের আইপি ব্যবহার করে পেমেন্ট করতে হবে। নইলে সবাই যেমনটা বলতেছে, তেমনি ট্রান্সজেকশন বাতিল হবে এবং আপনার কার্ড থেকে ফি নিয়ে নিবে।উদাহরণ হিসেবে, আপনার ভার্চুয়াল কার্ডটি যদি USA এর হয়ে থাকে, তাহলে ভিপিএন কিংবা USA এর আইপি কিনে ব্যবহার করতে হবে। নইলে অনেক প্লাটফর্ম Geo location দেখে যে, কার্ডের সাথে মিলতেছে কি নাহ। যখন মিলে নাহ, তখন সেই ট্রান্সজেকশনটিকে বাতিল করে থাকে।
ট্রানজেকশন ফেইল কি হুদাহুদি হয় নাকি ব্যালেন্স না থাকলে বা নেটওয়ার্ক ইস্যু থাকলে হয়। ফাওফাও ০.৫০$ কেটে নিবে কি বালের সিস্টেম এটা। ১০০$ ডলারের মতো দাম বাইদাওয়ে।
অনেক সময় ব্যালেন্স থাকলেও নেগেটিভ ব্যালেন্স হয়ে থাকে যার ফলে ট্রানজেকশন ফেল হয়। আমার এ ক্ষেত্রে এরকম সমস্যা অনেকবার হয়েছে এবং অনেক টাকা খালি খালি লসও খেয়েছি।
তবে ১০০ ডলার আমার মনে হয় না স্ক্যাম হওয়ার কোন ঝুঁকি রয়েছে, তাই তুমি চাইলে ব্যবহার করতে পারো কিন্তু, কিন্তু তোমার উচিত হবে Redotpay এর LTV সম্পর্কে জানা বর্তমানে এটা 90% রয়েছে নির্মাণে এটা হচ্ছে যে তুমি ১০০ ডলার ডিপোজিট করলে ৯০ ডলার ব্যবহার করতে পারবে তাই ১১০ ডলারের উপরে ডিপোজিট করতে হবে।
এই LTV নিয়ে আবার মাথা এখনো ভালো হতো কাজ করে না।
LTV হইলো Loan To Value এবং এটি মূলত আপনি Lending প্লাটফর্ম কিংবা প্রজেক্ট যেমন Aave তে লক্ষ্য করে থাকবে। যেহেতু ক্রিপ্টো volatile এবং যেকোনো সময় বৃদ্ধি অথবা হ্রাস পেয়ে থাকে। তাই LTV ব্যবহার করা হয় যেন hacker কিংবা অন্য কেউ সিস্টেমের সাথে হেরফের করতে নাহ পারে। একেকটা কয়েন কিংবা টোকেনের একেক রকম LTV হয়ে থাকে। সহজ হিসেবে যদি বলি, Lending প্লাটফর্মে আপনি আপনার জমা (Deposit/Lend) ক্রিপ্টোর সর্বোচ্চ কত পরিমাণ ধার (Borrow) করতে পারবেন, সেটিকে বুঝায়।
Redotpay এর দেখলাম যে, BTC এর জন্য ৬০% এবং Stablecoin এর জন্য ৯০% LTV দেওয়া আছে।
<--snip-->
ভাই SOL ও জানুয়ারি মাসের তুলনায় ভালো করতে পারে নাই, জানুয়ারীতে $২৯৫ ডলার হয়েছিলো, এখন $২০০ আশে পাশে রয়েছে। হ্যাঁ, মার্কেটে থাকা শীর্ষ মুদ্রার গুলোতেই ট্রেড করা ভালো, শিটকয়েনে বা অন্যান্য নিম্নমানের অল্টকয়েনের গুলোর সাথে ট্রেডিং করা উচিত নয়, আর সেলিব্রিটি মুদ্রা trump যদিও এটি মেমকয়েন ছিলো এগুলোও জুয়ার মতো, যা আমি লোকসান করেছি। এই কয়েন বছরের পর বছর হোল্ড করেও মনে হয় না ATH করতে পারবে।
জানুয়ারী মাসে SOL এর মূল্য বাড়ার কারণ ছিলো এবং সেটি হলো Memecoin গুলোর হাইপ ও Pump.fun এর আধিপত্য। আর এই কারণেই দেখবেন যে, সেই সময়ে অনেক whales যারা ইথিরিয়াম চেইনে ট্রেড করতো কিংবা ETH হোল্ড করতো, তারা Solana তে চলে গিয়েছিলো। আর এর কিছুটা ফলস্বরূপ ETH এর মূল্য কমে গিয়েছিলো পরবর্তী সময়ে এবং SOL এর মূল্য অনেক বেড়ে গিয়েছিলো। যেহেতু এখন আর কোনো প্রকার memecoin কিংবা pump.fun এর হাইপ তেমনটা নেই, তাই SOL ও তেমন একটি ভালো বৃদ্ধি পাইতেছে নাহ এবং মোটামোটি বিটকয়েন কিংবা মার্কেটের উপর নির্ভর করতেছে।
তবে কিছু খবর দেখলাম যে, ETH Treasury এর মতো অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে SOL Treasury তৈরি করেছে এবং আরো করবে বলতে ধারণা করা হচ্ছে। তখন হয়তো কিছুটা বৃদ্ধি আশা করতে পারেন।
যাইহোক, bnb ভালো করেছে, একের পর নতুন অল টাইম হাই করেছে, ইথেরিয়ামে বড় বড় তিমিরা বিনিয়োগ করার ফলে দাম নতুন ATH করেছে, তবে যারা বুঝে শুনে ট্রেড করেছিলো তারা বেশ প্রফিট নিতে পেরেছেন।
BNB বৃদ্ধি পর একটি কারণ হলো Binance Vs Hyperliquid কিংবা সহজ কথায় সেন্ট্রালাইজ বনাম ডিসেন্ট্রালাইজ Derivative/Spot এক্সচেঞ্জের যুদ্ধ এবং এটি কিছুটা স্নায়ুযুদ্ধের মতো। একদিকে Hyperliquid এ এখন অনেক বড় বড় whales গুলো ট্রেড করতেছে বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বাদ দিয়ে। আর এতে অনেকে বলা শুরু করেছিলো যে, বাইন্যান্স কিংবা CEX দিন শেষ, কারণ Hyperliquid তাদের প্লাটফর্মে Spot ট্রেডিংও চালু করেছে। ক্রিপ্টো ব্যবহারকারীরা তো আর এমন এক্সচেঞ্জে যাবে নাহ, যেখানে KYC লাগে, যেহেতু Hyperliquid এক্সচেঞ্জটি KYC ছাড়াই আপনাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের সুবিধা দিতেছে।
যখন এই স্নায়ুযুদ্ধ শুরু হয়, তখন থেকেই CZ এবং বাইন্যান্স দল Hyperliquid এর বিপরীতে একই রকম এক্সচেঞ্জ দাড় করানোর পরিকল্পনায় নেমে পড়ে। আর Aster প্রজেক্টটি মূলত সেটিরই কাজ করে চলেছে এবং কিছুদিন আগে Aster দল একটি নতুন Feature চালু করেছে, যেটা Hyperliquid এর নেই । যেটি দিয়ে এটি এখন কিছুটা সত্য বলা যায় যে, Hyperliquid vs Binance এর স্নায়ুযুদ্ধ চলতেছে। আর অনেক whales এটির পর থেকে BNBChain এর ফেরতও এসেছে।
আবার অনেকেই মনে করেন ইথেরিয়াম নাকী এবছর $৮-১০k হবে? এমন ভবিষ্যতেবানী কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? আসলে ক্রিপ্টো মার্কেট বিটকয়েনের উপর নির্ভর করে, বিটকয়েনের দাম বাড়লে অন্যান্য কয়েনগুলোও বাড়তে শুরু করে। এখন বিটকয়েন নিচের দিকে যাচ্ছে ইথেরিয়ামও নিচের দিকে যাচ্ছে।
ইথিরিয়ামের treasury এর জন্য এটি বৃদ্ধি পাবে, কিন্তু ৮ থেকে ১০ হাজারে এই বছরে যাইতে পারবে বলে মনে হয় নাহ। কিন্তু এর কাছাকাছি যেতে পারে এবং এটি সত্য যে, মার্কেটি বিটকয়েনের উপর বেশিটাই নির্ভরশীল।
কোনো প্রকার ডকুমেন্ট লাগে না যদি আপনার একাউন্ট অলরেডি ভেরিফাই করা থাকে।
যেহেতু আপনার ইতিমধ্যে KYC করায় আছে, তাইলে তাদের আর কাগজের দরকার নেই। কারণ card তো তাদেরই একটি product এবং আপনার bybit একাউন্টের সাথেই সংযোগ করা আছে। তাই আপনি এটি বলতে পারেন যে, KYC করা থাকলে আর কিছূ লাগবে নাহ, নইলে KYC করার পর কার্ড নিতে পারবেন।

সেখানে আমার কার্ড না থাকায় এক পরিচিত একজনের কাছ থেকে পেমেন্ট করে নেই। সো টাকা নেয়ার সময় অতিরিক্ত কত পার্সেন্ট ১০-১৫% তিনি বেশি রাখেন আমার কাছে। বলেন ট্যাক কাটছে!
আপনার ওই ভাই কোনো এজেন্সি ছিলো কিনা সেটি আপনি ভালো জানেন, কিন্তু এজেন্সির লোক হইলে ওমন বেশি নিয়ে থাকে। এছাড়া ট্রাক্স আছে এটা সত্য কিন্তু ওতো বেশি নাহ।
আলাদা ট্যাক্স কাটে এমনটা কখনো পাই নি।
আপনি বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করছেন কি নাহ জানি নাহ। কিন্তু সকল কার্ডেই ট্রাক্স রয়েছে, কিছু কার্ড সার্ভিস প্রদানকারি সেটি নিজেরা বহন করে অথবা মাসিক ফি এর সাথে নিয়ে নেয়। আর বাংলাদেশেরে ডুয়েলি কারেন্সি কার্ডের ট্রাক্স একেক ব্যাংকে একেক রকম। উদাহরণ হিসেবে যদি ব্রাক ব্যাংকের কথা বলি, তাহলে তারা সর্বনিম্ন ২০০ টাকা কিংবা বড় অর্থের লেনদেনে ৩% নিয়ে থাকে, যদি আপনি US এর বাহিরের কোনো কিছুতে পেমেন্ট করতে ব্যবহার করেন।
এই লিংকে যেয়ে দেখে নেন:
https://www.bracbank.com/schedule_of_charges_credit_card_july_2025.html