Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 31/08/2025, 07:13:16 UTC
ভাই করা যাচ্ছে না কেন জানি! গেট ইওর কার্ডে ক্লিক করলে ইরর কোড দিতেছে আমারে! আমি এতদিন জানতাম বাইবিটের কার্ড বাংলাদেশে এলাও না! নাকি নয়া নয় পলিসি চেন্জ করছে! বুঝলামনা কি হলো! সমাধান জানা থাকলে একটু হেল্প করেন। ওহ ভাই আরেকটা কথা জানার ছিলো! এসব কার্ড পেমেন্টে ট্যাক্সের কোনো কাহিনি আছে? আমি একবার আলিএক্সপ্রেস দিয়ে চায়না থেকে প্রোডাক্ট আনি। সেখানে আমার কার্ড না থাকায় এক পরিচিত একজনের কাছ থেকে পেমেন্ট করে নেই। সো টাকা নেয়ার সময় অতিরিক্ত কত পার্সেন্ট ১০-১৫% তিনি বেশি রাখেন আমার কাছে। বলেন ট্যাক কাটছে!

তাইলে এর বেশি কিছু আমি জানি না ভাই। আমি যখন নিয়েছি, এপ্ল্যাই করার ঘন্টা খানেকের মধ্যে আমার কার্ড এপ্রুভ হয়ে গিয়েছিলো। আপনি খেয়াল করে দেখেন তো আপনি আবার ফিজিক্যাল প্লাস্টিক কার্ডের জন্য এপ্লাই করছেন নাকি। বাংলাদেশের কাস্টমারদেরকে ওরা প্লাস্টিক কার্ড প্রোভাইড করে না। অথবা আপনি বাইবিটের কাস্টমার সাপোর্টে কথা বলে দেখতে পারেন আসলে ওরা বাংলাদেশে আসলে ভার্চুয়াল কার্ড দেয়া বন্ধ করে দিয়েছে নাকি।

এরকমটা হলে তো যারা আগে কার্ড নিয়েছে, শুধু তারাই ব্যাবহার করতে পারবে। তবে এর বিকল্প খুজলে অনেক ভালো কার্ড পাবেন। রিডটপে কখনোই ভালো কোনো অল্টারনেটিভ না। ১০% কমিশন একটা ডাকাতি। আমি শিওর এই ১০% তারেক রহমান লন্ডনে বসে থেকে চাদা নিচ্ছে।