আমি কালকে রাতে তাড়াহুড়োতে credit card এর লিংকটা দিয়ে দিয়েছি, নিচে debit card এর লিংকটা দিলাম। ওখানেও বলা আছে যে, ৩% ট্যাক্স নিবে। সকলের সুবিধার জন্য ছবিও দিয়ে দিলাম আর দেখার জন্য সবার নিচে দেখিয়েন, তাইলে পেয়ে যাবেন।

লিংকঃ
https://www.bracbank.com/schedule_of_charges/SCHEDULE-OF-CHARGES.PDFআমার চেনাজানা একজন বড় ভাই প্রতিমাসে Brac Bank এর কার্ড ব্যাবহার করে পেমেন্ট করে, তিনি আমাকে বলেছিল যে তার পেমেন্ট এ এমন ৩% থেকে ৫% ট্যাক্স নেয় এবং একেক সময় একেক রকম আরকি। তাই Brac Bank এর উদাহরণ দিলাম, আমি অবশ্য অন্যান্য ২ টা ব্যাংক ব্যবহার করি।

যেহুতু আমি ভার্চুয়াল কার্ড ব্যাবহার করি, তাই নিজের ব্যাংকের dual currency কার্ড ব্যবহারের দরকার পরে নাই। বাকি যাদের ট্যাক্স নিয়ে জানার দরকার, তারা নিজেরা অন্য ব্যাংকের ফি ও ট্যাক্স সম্পর্কে জানতে পারেন।

এতো পেরা নেই না ভাই। বাংলাদেশে সব ফালতু সিস্টেম। যেই দেশে আছি সেই দেশের ব্যাংকের কার্ড ব্যাবহার করি কোনো ঝামেলা নাই। স্মুথ লেনদেন হয়। এখন পর্যন্ত ১ বারের জন্যও কোনো সমস্যা পাই নি। কার্ড নেওয়া ও ঝামেলার না। ১০ মিনিটে নিজের নামে প্রিন্ট করা ফিজিক্যাল কার্ড নেওয়া যায় ব্যাংকেও যাওয়া লাগেনা আর ভার্চুয়াল কার্ড তো আছেই।