Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 31/08/2025, 12:08:04 UTC

আপনি বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করছেন কি নাহ জানি নাহ। কিন্তু সকল কার্ডেই ট্রাক্স রয়েছে, কিছু কার্ড সার্ভিস প্রদানকারি সেটি নিজেরা বহন করে অথবা মাসিক ফি এর সাথে নিয়ে নেয়। আর বাংলাদেশেরে ডুয়েলি কারেন্সি কার্ডের ট্রাক্স একেক ব্যাংকে একেক রকম। উদাহরণ হিসেবে যদি ব্রাক ব্যাংকের কথা বলি, তাহলে তারা সর্বনিম্ন ২০০ টাকা কিংবা বড় অর্থের লেনদেনে ৩% নিয়ে থাকে, যদি আপনি US এর বাহিরের কোনো কিছুতে পেমেন্ট করতে ব্যবহার করেন।

এই লিংকে যেয়ে দেখে নেন: https://www.bracbank.com/schedule_of_charges_credit_card_july_2025.html
আপনি যেই লিংক দিছেন সেটা ক্রেডিট কার্ডের চার্জ সম্পর্কিত। আমরা ক্রেডিট কার্ড নিয়ে আলাপ করছিলাম না। আলাপ মূলত ডেবিট কার্ড নিয়ে হচ্ছিলো।
আমি ব্র‍্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করছি অনেকদিন আর বর্তমানে পূবালী ব্যাংকের ডেবিট কার্ড আছে যদিও ব্যাবহার করিনা। বর্তমানে যেই দেশে আছি সেই দেশের ব্যাংকের কার্ড ব্যাবহার করি।

আমি কালকে রাতে তাড়াহুড়োতে credit card এর লিংকটা দিয়ে দিয়েছি, নিচে debit card এর লিংকটা দিলাম। ওখানেও বলা আছে যে, ৩% ট্যাক্স নিবে। সকলের সুবিধার জন্য ছবিও দিয়ে দিলাম আর দেখার জন্য সবার নিচে দেখিয়েন, তাইলে পেয়ে যাবেন।



লিংকঃ https://www.bracbank.com/schedule_of_charges/SCHEDULE-OF-CHARGES.PDF

আমার চেনাজানা একজন বড় ভাই প্রতিমাসে Brac Bank এর কার্ড ব্যাবহার করে পেমেন্ট করে, তিনি আমাকে বলেছিল যে তার পেমেন্ট এ এমন ৩% থেকে ৫% ট্যাক্স নেয় এবং একেক সময় একেক রকম আরকি। তাই Brac Bank এর উদাহরণ দিলাম, আমি অবশ্য অন্যান্য ২ টা ব্যাংক ব্যবহার করি।  Grin যেহুতু আমি ভার্চুয়াল কার্ড ব্যাবহার করি, তাই নিজের ব্যাংকের dual currency কার্ড ব্যবহারের দরকার পরে নাই। বাকি যাদের ট্যাক্স নিয়ে জানার দরকার, তারা নিজেরা অন্য ব্যাংকের ফি ও ট্যাক্স সম্পর্কে জানতে পারেন।  Wink