Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BlackHatSojib
on 31/08/2025, 17:19:57 UTC
আমিও ওমন প্যারা নিব নাহ দেখেই ভার্চুয়াল কার্ড ব্যাবহার করতেছি। আমি ব্যাংকের লোকের সাথে dual currency কার্ড নেওয়ার বিষয়ে কথা বলার পর বুজতে পেরেছি যে, সহজে কার্ড সব জায়গায় ব্যাবহার করা যাবে নাহ এবং প্যারাও অনেক বেশি।

সিটি ব্যাংক google pay নিয়ে এনেছে, তারপরও অনেক কাহিনী ও সীমাবদ্ধতার মাঝে। যদিও এখনো অন্য ব্যাংককে লিংক করা যায়, কিন্তু কাজের কি নাহ কে জানে। একদিন গুগল পে ব্যাবহার করে দেখতে হবে।
সিটি ব্যাংক মূলত গুগল ওয়ালেট আনছে। গুগল পে আর ওয়ালেট সম্পূর্ণ আলাদা। গুগল ওয়ালেট শুধুমাত্র কার্ড এড করে এন এফ সি কন্টাক্টলেস প্যামেন্ট করার জন্য। আগে ফিজিক্যাল কার্ড সাথে নেওয়া লাগতো এখন নেওয়া লাগবেনা শুধু এইটুকুই।