<--snip-->
এতো পেরা নেই না ভাই। বাংলাদেশে সব ফালতু সিস্টেম। যেই দেশে আছি সেই দেশের ব্যাংকের কার্ড ব্যাবহার করি কোনো ঝামেলা নাই। স্মুথ লেনদেন হয়। এখন পর্যন্ত ১ বারের জন্যও কোনো সমস্যা পাই নি। কার্ড নেওয়া ও ঝামেলার না। ১০ মিনিটে নিজের নামে প্রিন্ট করা ফিজিক্যাল কার্ড নেওয়া যায় ব্যাংকেও যাওয়া লাগেনা আর ভার্চুয়াল কার্ড তো আছেই।
আমিও ওমন প্যারা নিব নাহ দেখেই ভার্চুয়াল কার্ড ব্যাবহার করতেছি। আমি ব্যাংকের লোকের সাথে dual currency কার্ড নেওয়ার বিষয়ে কথা বলার পর বুজতে পেরেছি যে, সহজে কার্ড সব জায়গায় ব্যাবহার করা যাবে নাহ এবং প্যারাও অনেক বেশি।
সিটি ব্যাংক google pay নিয়ে এনেছে, তারপরও অনেক কাহিনী ও সীমাবদ্ধতার মাঝে। যদিও এখনো অন্য ব্যাংককে লিংক করা যায়, কিন্তু কাজের কি নাহ কে জানে। একদিন গুগল পে ব্যাবহার করে দেখতে হবে।