আলাদা নাহ একই জিনিস বলতে পারেন, কারণ গুগল পে মূলত সকল ব্যবসায়ী কিংবা মার্চেন্টদের জন্য এবং যেকোনো ব্যাবহারকারী চাইলেই গুগল ওয়ালেট দিয়ে তাদেরকে পেমেন্ট করতে পারবে। একটা আরেকটার সাথে সম্পর্কিত এবং আগে একটাই ছিল, এখন সকলের সুবিধার জন্য একটু আলাদা করে নাম দিয়েছে, যাতে সকলে বুজতে পারে।
দেখে নেন এখানেঃ
https://wallet.google/#paymentsমানতে পারলাম না ভাই আমি নিজে গুগল পে + ওয়ালেট ইউজ করি। গুগল পে শুধু ব্যাবসায়ী বা মার্চেন্টদেরজন্য না। MFS এর মতো সেবা আছে গুগল পে তে।