Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 31/08/2025, 17:30:05 UTC
সিটি ব্যাংক google pay নিয়ে এনেছে, তারপরও অনেক কাহিনী ও সীমাবদ্ধতার মাঝে। যদিও এখনো অন্য ব্যাংককে লিংক করা যায়, কিন্তু কাজের কি নাহ কে জানে। একদিন গুগল পে ব্যাবহার করে দেখতে হবে।

সিটি ব্যাংক মূলত গুগল ওয়ালেট আনছে। গুগল পে আর ওয়ালেট সম্পূর্ণ আলাদা। গুগল ওয়ালেট শুধুমাত্র কার্ড এড করে এন এফ সি কন্টাক্টলেস প্যামেন্ট করার জন্য। আগে ফিজিক্যাল কার্ড সাথে নেওয়া লাগতো এখন নেওয়া লাগবেনা শুধু এইটুকুই।

আলাদা নাহ একই জিনিস বলতে পারেন, কারণ গুগল পে মূলত সকল ব্যবসায়ী কিংবা মার্চেন্টদের জন্য এবং যেকোনো ব্যাবহারকারী চাইলেই গুগল ওয়ালেট দিয়ে তাদেরকে পেমেন্ট করতে পারবে। একটা আরেকটার সাথে সম্পর্কিত এবং আগে একটাই ছিল, এখন সকলের সুবিধার জন্য একটু আলাদা করে নাম দিয়েছে, যাতে সকলে বুজতে পারে।

দেখে নেন এখানেঃ https://wallet.google/#payments