ওরে শালা বিষয়টা তো দেখা যায় পুরাপুরি Collateral Loan এর মতন, যেমন অন্যান্য প্লাটফর্মে বিটকয়েন জামানত হিসেবে রেখে ৬০ পার্সেন্ট পরিমাণ ইউএসজিটি লোন নেওয়া যায়।
ঠিক তেমনি এখানেও আমরা স্টেবল কয়েন গুলো জামানত রেখে ডলার পাচ্ছি।
কিন্তু আমার কথা হইল ধরেন আমার ১০০ ডলার এর মধ্যে ৯০ ডলার ব্যবহার করা হয়েছে তাহলে আবার বাকি ১০ ডলার কি অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে নাকি সেটা আমি ৯০% ব্যবহার করতে পারব? আর এভাবে টেন পার্সেন্ট সেটা হোক ছোট অ্যামাউন্ট এর হলেও তাদের প্লাটফর্মে থেকে যাব?
রেডট পে তে হটাত LTV এর কথা শুনতেই অবাক হয়ে গেলাম। অনেক দিন পর লগিন করে দেখি বিশাল পরিবর্তন। অনেক কিছু এড করেছে৷ আর LTV এর এটা ক্রেডিট একাউন্ট এ তাদের। এটা লোন এর সাথে সম্পর্কিত। ১০০$ USDT রেখে আপনি ৯০$ লোন নিতে পারবেন এতটুকুই, লোন এর এমাউন্ট পরিষধ করলে আপনার কোলাটেরল ফেরত পাবেন৷ তবে অবশ্যই লিকুইডেশন প্রাইস চেক রাখবেন৷ Binance আর্ন এর লোন অপশন ইউজ করে থাকলে বুঝবেন এটা কিভাবে কাজ করে৷ তারা এইটা চালু করেছে মেইনলি ক্রিপ্টো ফোকাস এর জন্য। ধরেন আপনার বিটকয়েন আছে ৫হাজার ডলার, এখন কুইক আপনার ২০০$ এর পারচেজ প্রয়োজন কিন্তু আপনার কাছে টাকা নেই, আবার আপনি বিটকয়েন সেল ও দিতে চাচ্ছেন না৷ তখন এই লোন নিতে পারেন৷ যখন আপনার স্যালারি পাবেন/আপনার কাছে টাকা হবে সেটা পরিশোধ করে আপনার বিটকয়েন ফেরত নিয়ে নিলেন৷ আপনার ও লাভ, মাঝখান থেকে কোম্পানির ও লাভ। এখন ওই মুহুর্তে যদি টাকা না পেতেন তাহলে আপনি খরচ করতেনি না৷ তাই তারা এটা মাথায় রেখেই এই ফিচার টা এনেছে আমার বিশ্বাস৷
তবে USDT পেয়ার এ কেও লোন নিবে কিনা আমার সন্দেহ৷ কারন আপনার যদি USDT থাকেই তাহলে কেনোই বা ক্রেডিট নিতে যাবেন৷