করা যাবে না কেনো? আমি তো আমার কাজের জন্য বাইবিটের কার্ড ই ব্যাবহার করে আসছি প্রায় ১ বছর ধরে এবং এখনো রানিং আছে। কোনো প্রকার ডকুমেন্ট লাগে না যদি আপনার একাউন্ট অলরেডি ভেরিফাই করা থাকে। যাস্ট ফান্ড ঢুকাবেন আর ব্যাবহার করতে থাকবেন। আমার কার্ড কয়েকবার ফ্রিজ হয়েছিলো, কিন্তু প্রতিবারই আমি বাইবিটে ঢুকে আনফ্রিজ করে নিয়েছি। এখন অব্দি এটা আমার কাছে সবচাইতে সহজ মাধ্যম মনে হয়।
আমি এর আগে অন্যান্য কার্ড ব্যাবহার করেছি, কিন্তু বাইবিট ভালোই লাগছে যেহেতু আমি ক্রিপ্টো ইউজার।
@Crypto Library ফালতু সিস্টেম ভাই। ১০০ ডলারের জন্য ১০ ডলার নাই হয়ে গেলে ডলারের রেট কতো করে পড়লো? আজাইরা টাকা নষ্ট করার কি দরকার? বাইবিটের কার্ড ইউস করেন, একদম শান্তি।
একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাইবিটের প্রিপেইড কার্ড এর কোন এক্সট্রা কোনো ফি রয়েছে? আমি আসলে যেটা মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিভার ট্রানজেকশন এর সময় এক্সট্রা ভাবে কোন টাকা কেটে নেয়?
আমার বাইবিট অ্যাকাউন্ট করা রয়েছে কিন্তু উপরে কার মেসেজ দেখে আর সেটা ওপেন করে করিনি, ধরে নিয়েছিলাম বাংলাদেশে বর্তমানে তাদের এই সার্ভিস বন্ধ রয়েছে মানে নতুন করে কেউ সার্ভিস নিতে পারবে না বা কার্ড তৈরি করতে পারবেনা।
LTV হইলো Loan To Value এবং এটি মূলত আপনি Lending প্লাটফর্ম কিংবা প্রজেক্ট যেমন Aave তে লক্ষ্য করে থাকবে। যেহেতু ক্রিপ্টো volatile এবং যেকোনো সময় বৃদ্ধি অথবা হ্রাস পেয়ে থাকে। তাই LTV ব্যবহার করা হয় যেন hacker কিংবা অন্য কেউ সিস্টেমের সাথে হেরফের করতে নাহ পারে। একেকটা কয়েন কিংবা টোকেনের একেক রকম LTV হয়ে থাকে। সহজ হিসেবে যদি বলি, Lending প্লাটফর্মে আপনি আপনার জমা (Deposit/Lend) ক্রিপ্টোর সর্বোচ্চ কত পরিমাণ ধার (Borrow) করতে পারবেন, সেটিকে বুঝায়।
Redotpay এর দেখলাম যে, BTC এর জন্য ৬০% এবং Stablecoin এর জন্য ৯০% LTV দেওয়া আছে।
ওরে শালা বিষয়টা তো দেখা যায় পুরাপুরি Collateral Loan এর মতন, যেমন অন্যান্য প্লাটফর্মে বিটকয়েন জামানত হিসেবে রেখে ৬০ পার্সেন্ট পরিমাণ ইউএসজিটি লোন নেওয়া যায়।
ঠিক তেমনি এখানেও আমরা স্টেবল কয়েন গুলো জামানত রেখে ডলার পাচ্ছি।
কিন্তু আমার কথা হইল ধরেন আমার ১০০ ডলার এর মধ্যে ৯০ ডলার ব্যবহার করা হয়েছে তাহলে আবার বাকি ১০ ডলার কি অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে নাকি সেটা আমি ৯০% ব্যবহার করতে পারব? আর এভাবে টেন পার্সেন্ট সেটা হোক ছোট অ্যামাউন্ট এর হলেও তাদের প্লাটফর্মে থেকে যাব?