একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাইবিটের প্রিপেইড কার্ড এর কোন এক্সট্রা কোনো ফি রয়েছে? আমি আসলে যেটা মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিভার ট্রানজেকশন এর সময় এক্সট্রা ভাবে কোন টাকা কেটে নেয়?
আমার বাইবিট অ্যাকাউন্ট করা রয়েছে কিন্তু উপরে কার মেসেজ দেখে আর সেটা ওপেন করে করিনি, ধরে নিয়েছিলাম বাংলাদেশে বর্তমানে তাদের এই সার্ভিস বন্ধ রয়েছে মানে নতুন করে কেউ সার্ভিস নিতে পারবে না বা কার্ড তৈরি করতে পারবেনা।
আপনি কোথাও থেকে কিছু কিনলে সেখান থেকে যদি আলাদা কোনো চার্জ না কাটে, তাহলে আপনার বাইবিট কার্ড থেকে সেটার জন্য আলাদা কোনো ডলার কাটবে না। আমি প্রতিবার ট্রাঞ্জেকশন করার পর দেখি ক্যাশব্যাক পাই। সেগুলো সাধারণত অল্প পরিমানে হয়ে থাকে, হাফ ডলারের মতো বা আরো কম। মানে কিছু পয়েন্ট দেয়, সেগুলো রিডিম হয়ে আবার কার্ডেই ডলার জমা হয়। এখানে তো তাইলে রিভার্স স্ক্যাম হয়ে গেলো। অন্যান্য কার্ড যেখানে আলাদা ফি চার্জ করে, সেখানে আমি আরো উলটা ছোট খাটো এমাউন্ট বাইবিট ইউজ করে পাচ্ছি। আর এখন অব্দি কোনোদিন কোনো প্রকার চার্জ কাটে নাই যদিও অনেকবার কার্ড ডিক্লাইন হইছে। এখন আপনাদের অভিজ্ঞতা দেখে তো আমার মনে হচ্ছে আমি তাহলে অনেক ভালোই আছি।