বিষয় হইল রেডট পে এখানে একটু গেম খেলেছে সেটা হচ্ছে তারা পেমেন্ট করার জন্য কোন ধরনের চার্জ করে না বরং এখানেও বর্তমানে পেমেন্ট এর উপর ভিত্তি করে ১% ক্যাশব্যাক অফার চলছে কিন্তু অন্যান্য বিষয় যেমন ক্রেডিট কার্ডের ব্যালেন্স নেগেটিভ হয়ে যাওয়া, প্লাস অন্যান্য ইস্যু যেমন ব্যালেন্স না থাকলে প্রতিটা ফেইল ট্রান্সলেশন এর জন্য ০.৫০$ করে কেটে নেওয়া। তার উপর ১০% LTV তাও আবার USDT সহ stable কয়েন গুলোর ওপর, তাই এটাতে সবকিছু মিলিয়ে খাজনার থেকে বাজনা বেশি পড়ে।
দেখি নেক্সট টাইমে আমি বাইবিট এর কার্ডটি ব্যবহার করব
ফালতু একটা সার্ভিস। যদি একান্তই আর কোনো অল্টারনেটিভ আপনার না থাকে, সেইক্ষেত্রে হয়তো এটা ব্যাবহার করতে পারেন। তাছাড়া এই রকম ডাকাতি সার্ভিস ইউজ করার কোনো মানে হয় না। আমি পাইয়োনিয়ার ব্যাবহার করি একই কারনে। এরাও ডাকাত। যখন তখন হুট হাট ব্যালেন্স কেটে নিবে, এই চার্জ অই চার্জ এড করতে থাকবে। আবার ফান্ড ফ্রিজ হয়ে যাবে। এইসব প্যাড়া কে নিবে ভাই? এই ডাকাতের দলের জন্য কোনো কিছু ব্যাবহার করে শান্তি নাই।
যেহেতু বাইবিটের কার্ড ইউজ করে ভালো লাগছে আর ক্রিপ্টোতে এসব কোনো প্যাড়া খাচ্ছি না, তাই অন্য কোনো অল্টারনেটিভ আমার খোজা লাগে নাই। আরেকটা ব্যাপারে আমি অনেক বেশি আপসেট যে ফাইবার, আপওয়ারক এর মতো প্ল্যাটফর্ম যে পরিমান কমিশন নেয় প্রতি অর্ডার থেকে, যেটা এক প্রকার মেনে নেয়ার মতো না। আপনারা কেউ মার্কেটপ্লেস এ কাজ করেন?