রেডট পে তে হটাত LTV এর কথা শুনতেই অবাক হয়ে গেলাম। অনেক দিন পর লগিন করে দেখি বিশাল পরিবর্তন। অনেক কিছু এড করেছে৷ আর LTV এর এটা ক্রেডিট একাউন্ট এ তাদের। এটা লোন এর সাথে সম্পর্কিত। ১০০$ USDT রেখে আপনি ৯০$ লোন নিতে পারবেন এতটুকুই, লোন এর এমাউন্ট পরিষধ করলে আপনার কোলাটেরল ফেরত পাবেন৷ তবে অবশ্যই লিকুইডেশন প্রাইস চেক রাখবেন৷ Binance আর্ন এর লোন অপশন ইউজ করে থাকলে বুঝবেন এটা কিভাবে কাজ করে৷ তারা এইটা চালু করেছে মেইনলি ক্রিপ্টো ফোকাস এর জন্য। ধরেন আপনার বিটকয়েন আছে ৫হাজার ডলার, এখন কুইক আপনার ২০০$ এর পারচেজ প্রয়োজন কিন্তু আপনার কাছে টাকা নেই, আবার আপনি বিটকয়েন সেল ও দিতে চাচ্ছেন না৷ তখন এই লোন নিতে পারেন৷ যখন আপনার স্যালারি পাবেন/আপনার কাছে টাকা হবে সেটা পরিশোধ করে আপনার বিটকয়েন ফেরত নিয়ে নিলেন৷ আপনার ও লাভ, মাঝখান থেকে কোম্পানির ও লাভ। এখন ওই মুহুর্তে যদি টাকা না পেতেন তাহলে আপনি খরচ করতেনি না৷ তাই তারা এটা মাথায় রেখেই এই ফিচার টা এনেছে আমার বিশ্বাস৷
তবে USDT পেয়ার এ কেও লোন নিবে কিনা আমার সন্দেহ৷ কারন আপনার যদি USDT থাকেই তাহলে কেনোই বা ক্রেডিট নিতে যাবেন৷
বিষয়টা ভাই আসলে আমি লোন নেওয়া বা না নেওয়ার কথা বুঝায় নাই। আমি মূলত রেডট এর সিস্টেম এর একটু ক্রিটিসাইজ করেছি।
যেমন redotpay এর কোয়ালিটি দুই ভাগে ভাগ করা যায় একটা থাকে টোটাল ভ্যালু আরেকটা ক্রেডিট একাউন্ট যেখানে মূলত আমাদের ক্রেডিট লিমিট ইনক্রিজ করে বিভিন্ন পেমেন্ট গুলো করতে হয়। আর ১০% LTV দিয়ে এটাকে ওয়ান কাইন্ড অফ Collateral Loan এর মতন করে ফেলেছে।
আপনি কোথাও থেকে কিছু কিনলে সেখান থেকে যদি আলাদা কোনো চার্জ না কাটে, তাহলে আপনার বাইবিট কার্ড থেকে সেটার জন্য আলাদা কোনো ডলার কাটবে না। আমি প্রতিবার ট্রাঞ্জেকশন করার পর দেখি ক্যাশব্যাক পাই। সেগুলো সাধারণত অল্প পরিমানে হয়ে থাকে, হাফ ডলারের মতো বা আরো কম। মানে কিছু পয়েন্ট দেয়, সেগুলো রিডিম হয়ে আবার কার্ডেই ডলার জমা হয়। এখানে তো তাইলে রিভার্স স্ক্যাম হয়ে গেলো। অন্যান্য কার্ড যেখানে আলাদা ফি চার্জ করে, সেখানে আমি আরো উলটা ছোট খাটো এমাউন্ট বাইবিট ইউজ করে পাচ্ছি। আর এখন অব্দি কোনোদিন কোনো প্রকার চার্জ কাটে নাই যদিও অনেকবার কার্ড ডিক্লাইন হইছে। এখন আপনাদের অভিজ্ঞতা দেখে তো আমার মনে হচ্ছে আমি তাহলে অনেক ভালোই আছি।
বিষয় হইল রেডট পে এখানে একটু গেম খেলেছে সেটা হচ্ছে তারা পেমেন্ট করার জন্য কোন ধরনের চার্জ করে না বরং এখানেও বর্তমানে পেমেন্ট এর উপর ভিত্তি করে ১% ক্যাশব্যাক অফার চলছে কিন্তু অন্যান্য বিষয় যেমন ক্রেডিট কার্ডের ব্যালেন্স নেগেটিভ হয়ে যাওয়া, প্লাস অন্যান্য ইস্যু যেমন ব্যালেন্স না থাকলে প্রতিটা ফেইল ট্রান্সলেশন এর জন্য ০.৫০$ করে কেটে নেওয়া। তার উপর ১০% LTV তাও আবার USDT সহ stable কয়েন গুলোর ওপর, তাই এটাতে সবকিছু মিলিয়ে খাজনার থেকে বাজনা বেশি পড়ে।
দেখি নেক্সট টাইমে আমি বাইবিট এর কার্ডটি ব্যবহার করব