কাট।
ধন্যবাদ ভাই আরও একটি নতুন আপডেট আনার জন্য, পুর্বে শুধু শীর্ষ পোস্টদাতাদের তালিকা দিয়েছেন, এখন মাসে কে কতটি মেরিট অর্জন করবে/সেন্ট করবে সেটাও দেখা যাবে। অন্যান্য লোকালে দেখি তারা তাদের লোকালে কতটি মেম্বার রয়েছে সেটা নিয়েও প্রতি মাসে টেবিল আকারে আপডেট দিয়ে থাকে।
যাইহোক, ভাই আপনাকে অভিনন্দন জানাই, আপনি এখন পর্যন্ত বাংলা লোকালে সর্বোচ্চ পোস্টদাতাদের মধ্যে লাফ দিয়ে ১ নাম্বারে উঠেছেন

। মনে হয় আমারো ডিমোশন হবে, DS ভাই যেভাবে এগোচ্ছে তাতে আমাকে পিছনে ফেলে দিবে। আমিও ট্রাই চালিয়ে যাবো স্থান ধরে রাখার।

[এডিট] যাইহোক, আমি বাংলা লোকালের এক্টিভ মেম্বারদের তালিকা টেবিল আকারে সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এটা কি দেওয়া ভালো হবে, না আপনাদের কাছে অযৌক্তিক মনে হয়?
বাংলা লোকাল বোর্ডের এক্টিভ মেম্বার (আগষ্ট - মাসের টেবিল আপডেট)
বাংলা লোকাল বোর্ডের এক্টিভ মেম্বারদের তালিকা, যারা গত আগষ্ট মাসে এক্টিভ ছিলেন এবং এই সদস্যগুলো প্রায় নিয়মিত বাংলা লোকালে পোস্ট করেন। প্রত্যেক মাসে আপডেট করার চেষ্টা করবো। আমাদের বাংগালীরা অনেক আছে কিন্তু তারা রেগুলার বাংলা থ্রেডে এক্টিভ থাকেন না। গত আগষ্ট মাসে মাত্র
২২
জন মেম্বার এক্টিভ ছিলেন। সবাই বেশি বেশি এক্টিব হওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় এই ধরনের টেবিল আকারে মেম্বারদের তালিকা তৈরি করা ভালো হতে পারে, মেম্বারদের উৎসাহ বাড়তে পারে, তাই আমি পাকিস্তান লোকাল মেম্বার
Unknown Op পোস্ট করা দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। আমি তার পোস্ট দেখে একইভাবে টেবিল সাজানো শিখেছি।
বিশেষ দ্রষ্টব্য: যদি কারো নাম বাদ পড়ে যায়, প্লিজ জানাবেন এড করে দিবো।