Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 05/09/2025, 12:57:39 UTC
----

অন্যদের আলাপ বাদ দিয়ে নিজের চরকায় তেল দেওয়া উচিৎ আপনার। আপনি মিয়া এই ফোরামে আসছেন বহুদিন হয়। আপনার পরে আসা লোকজন হিরো মেম্বার হয়ে গেছে। আর আপনার অজুহাত হলো লেখাপড়া আর জব, যে কারনে আপনি ফোরামে সম্য দিতে পারেন না আর এজন্য এখনো সিনিয়র মেম্বার হয়েই আছেন। আমার ধারণা, আপনি যা জানেন, তার ২০ শতাংশ যদি মনোযোগ দিয়ে করেন, তাহলেই আপনি হিরো মেম্বার হয়ে যাবেন।

ফোরামের জন্য অন্তত ১ ঘন্টা রাখার চেষ্টা করেন। এখান থেকেও তো একটা ইনকাম আপনার জেনারেট হচ্ছে, তাই না? আমি ফোরামে এখন তেমন কোনো কোয়ালিটি পোষ্ট করি না, যদি পোষ্ট কোয়ালিটির দিকে নজর দেই মেরিট এর চিন্তা করে পোষ্ট করি, আমি শিওর যে প্রতি মাসে ১০০+ মেরিট পাওয়া খুব কষ্টের কিছু হবে না। একটু সময় দেন ফোরামে, কাজে লাগবে।