Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 04/09/2025, 18:37:59 UTC
snip
আয় হায় আমি দেখি এই মাসের লিস্ট থেকে বাদ পড়ে গেছি  Lips sealed

বাংলা লোকাল বোর্ডের এক্টিভ মেম্বারদের তালিকা, যারা গত আগষ্ট মাসে এক্টিভ ছিলেন এবং এই সদস্যগুলো প্রায় নিয়মিত বাংলা লোকালে পোস্ট করেন। প্রত্যেক মাসে আপডেট করার চেষ্টা করবো। আমাদের বাংগালীরা অনেক আছে কিন্তু তারা রেগুলার বাংলা থ্রেডে এক্টিভ থাকেন না। গত আগষ্ট মাসে মাত্র ২২ জন মেম্বার এক্টিভ ছিলেন। সবাই বেশি বেশি এক্টিব হওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় এই ধরনের টেবিল আকারে মেম্বারদের তালিকা তৈরি করা ভালো হতে পারে, মেম্বারদের উৎসাহ বাড়তে পারে, তাই আমি পাকিস্তান লোকাল মেম্বার Unknown Op পোস্ট করা দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। আমি তার পোস্ট দেখে একইভাবে টেবিল সাজানো শিখেছি।
ভালো কাজ করতে থাকেন এটার প্রয়োজন ছিল। এই লিস্ট দেখে সবার মধ্যে অনুপেরিনা জাগবে আরেকজনের রাঙ্ক আপ করতে দেখে। তবে আপনার লিস্টে অনেককে দেখতে পারতেছি না যারা এক সময় বাংলা বোর্ডে অনেক বেশি একটিভ ছিল যেমন Bitcoin_people , Fuso.hp , Popkon6 , 2Pizza410000BTC , Nothingtodo , Bluedrem  এরাও তো বাঙ্গালী আর ফোরামে একটিভ এদেরকেও লিস্টে রাখা উচিত। তারা এখন বাংলা বোর্ডে আসতেছে না হয়তোবা এগুলো দেখে আবারো ফিরে আসবে কৌতূহলী হয়ে। সবাই বাংলা তে পোস্ট করলে তো গ্লোবালে দেখানো যায় যে বাংলা বোর্ডে একটিভিটি অনেক এগুলো দেখিয়ে লোকাল বোর্ডের জন্য আবেদন করা যায়।