কোট
এইজন্যই বলছি যে এখানে ভিন্ন মত থাকবে! বাট যেহুেতু আমাদের মেম্বার কম তাই ঘুরে ফিরে তুমি আমি এলবি শিশির এবং অন্যান্য এরাই প্রতি মাসে টপে থাকবে। পার্সোনালী প্রতি মাসে এভাবে এই জিনিসটারে হাইলাইট করবা আর গ্লোবালের সাঙ্গেপাঙ্গো দের এটা চোঁখে পড়বে না এটা হতেই পারে না। ইমনিই আমাদের বোর্ড আমাদের মেম্বার্স গণ অনেক হাইলাইটেড। ইউ নো হোয়াট আই মিন। আননেসেসারি এটেনশন আসুক আর এসব নিয়ে ড্রামা হোক, এমন চাইনা আমি। টায়ার্ড লাগে।
আমি নিজেরো পছন্দ না, বাবা ডে মামা ডে ফুফা ডে টাইপ পোস্ট। হ্যাঁ ক্রিপ্টো রিলেটেড দিনগুলোর পক্ষে আছি আমি। যেমন: সাতোসির জন্মদিন ইত্যাদি। বাট মাঝে মাঝে যে এই মামা চাচা টাইপ পোস্ট দেখি তা দেখলে বিরক্তই লাগে। একবার দেখছিলাম কে জানি, ট্রাম্পের জন্মদিন পালন করতেছে! তিনি কি আপনার চাচা লাগে! এগুলো একেবারে ভোগাস পোস্ট!
না রাখি নাই। পেমেন্টের পর বেচে যাওয়া ব্যালেন্স উইথড্র করে নিসি অলরেডি!