Post
Topic
Board Other languages/locations
Re: ক্রিপ্টো মার্কেটের হালনাগাদ এবং খবর
by
Crypto Library
on 05/09/2025, 19:51:01 UTC
5. Review Master [15]
আবশেষে comeback মনে হয় হয়ে গেল। দেখি সামনের দিনগুলোতে কেমন অ্যাক্টিভ থাকতে পারি।
অভিনন্দন তবে আবার উধাও হইয়া যাইয়েন না এবং এটাও মনে কইরেন না যে আপনার পোস্ট  কেউ না, আপনার এই ধরনের আপডেট গুলো আমি প্রায়ই পড়ে থাকি কিন্তু জাস্ট রিপ্লাই দেওয়া হয় না।
এরকম ডেইলি পিক কিছু আপডেট দেওয়ার মতন লোক আমাদের কমিউনিটিতে কম।


এতো বড়ড়ড়ড়, কোট মারলাম

আমার মতে মেরিট নিয়ে মাতামাতি না করলেই বেটার। আই মিন কে কত দিলো কে কত পাইলো ঐ হিসাব টা যেটা পোস্টে ইনক্লুড করছো! এখানে একেক জনের একেক মতামত থাকতে পারে, বাট আমার আর এই মেরিট নিয়ে বালের ক্যাচাল ভালোলাগে না। তাই বল্লাম আর কি, এই মেরিট হাইলাইটের বিষয়টা!
আসলে আমি তোমার বিষয়টি ভেবে দেখেছি এর আগের মাসেই এই সম্পর্কে কথাও বলেছি, কিন্তু আমি অন্যান্য দিকগুলোও বিবেচনা করেছি মেরিট নিয়ে ক্যাচাল আমাদের বোর্ডে থাকবেই এবং কিছু কিছু গ্লোবাল মেম্বারদের পেট চালানোর জন্য হলেও এই  ক্যাচাল দূর হবে না সেই সাথে সাথে আমাদের দোষ তথা আছেই। 

কিন্তু আমি একটু বড় পরিসরে চিন্তা করেছে এখানে কারণ যখন মেরিট কনট্রিবিউট করা এবং আর্নিং এর বিষয়গুলো আমাদের মেম্বার গুলা দেখবে তাদের কনশিয়াস মাইন্ড হোক সাব-কনশিয়াস মাইন্ড হোক দুটোর একটানা একটায় অবশ্যই ঢুকবে এবং তার ফলে প্রতিযোগিতা তৈরি হতে পারে, আমি কিন্তু মেরিট আরনিং বলতে মেরিট ফার্মিং এর কথা বলছি না যারা কোয়ালিটি ফুল পোস্ট করবে এবং কন্ট্রিবিউট করার মাধ্যমে রেওয়ার্ড হিসেবে মেরিট পাবে এদের মধ্যে কম্পিটিশন হলে আমাদের নিজেদের কমিউনিটির জন্যই ভালো। কিন্তু অভিনন্দন বিভিন্ন ব্যানার এইগুলোতে আমরা যদি নিজেরা নিজেরা মেরিট লেনদেন করি তাহলে ডাল মে কুচ কালা হ্যান তো মানুষ বলবেই।

তাই আমি নতুন করে কিছু ডাটা এড করেছি, এবং ভাবতেছি সেটা কন্টিনিউ করব,  এটা আলাদা আলাদা ভাবে করতে গিয়ে আমার এক থেকে দুই ঘন্টা বেশি সময় লাগতেছে তবে তারপরও আমি মনে করি এটি প্রতিযোগিতা মূলক পরিবেশ তৈরি করতে পারে।
Quote
বাইদাওয়ে, সবার সাজেশন টাজেশন সবকিছু মিলায়ে redotpay ইনস্টল করছিলাম। সাবক্রিবপশনও কিনছি, কোনো সমস্যা হয়নি। কোনো এক্সট্রা চার্জ বা ০.৫০$ কাটার মতো সিচুয়েশনে পরি নাই।
ধন্যবাদ Smiley
ব্যবহার করতে থাকো কিন্তু আগে যে বিষয়গুলা বলে দিয়েছি মাথায় রেখো অতিরিক্ত টাকা redotpay ওয়ালেটে না রাখাই ভালো হবে এবং সব সময়  মেইল চেক করবে যে ব্যালেন্স নেগেটিভ হয়ে আছে কিনা। তাছাড়া ব্যবহার করতে পারো।