যদি টাইপিং নিয়ে বেশি সমস্যা থাকে তাহলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন-
https://www.speechtexter.com/আমিও বর্তমানে এটি দিয়ে আপনার পোষ্টের জবাব দিচ্ছি আমাকে বেশি সময় ব্যয় করতে হচ্ছে না টাইপিং এর ক্ষেত্রে পায়ের উপর পা তুলে হাত মুচরাচ্ছি এবং আপনার পোষ্টের জবাব দিচ্ছি। যদিও ডাবল স্ক্রিন ব্যবহার করার কারণে আমার সুবিধা একটু বেশি

যাই হোক এই ওয়েবসাইটের কিছু শর্টকাট key রয়েছে যেগুলো ব্যবহার করলে আরো বেশি সুবিধা পাবেন যেমন-
ctrl + Q---------- ভাষা সুইচ করা যেমন বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা.
ESC------ মাইক অফ রাখা বা চালু করা .
হোয়াট দা ভাই আপনি এটা কি জিনিস দিলেন এর আগে আপনি জিবোর্ডেন সাজেশন দিয়েছিলেন কিন্তু সেখানে তেমন ভাও করতে পারি নাই। তবে এটা দেখি ভালই পাওয়ারফুল যদিও পারফেক্ট না তা তবুও কাজ চালানোর মতো। আমি মিয়া পিসিতে বাংলা টাইপ করতে পারিনা তাই এতদিন মোবাইলে টাইপ করতাম আর সেটা টেলিগ্রাম হয়ে পিসিতে পার করতাম। আর এভাবেই মূলত এতদিন ধরে আমি পোস্ট করে গেছি। আমি তাইতো বলি আপনি এত বড় বড় পোস্ট কেমন করতেছেন! আমার একটা পোস্ট লিখতেই মনে হয় ১০ থেকে ২০ মিনিট সময় লেগে যায়। তার ওপর আবার বানান ঠিক করা এডিট করা বারবার রিভিউ করা এগুলো তো করা লাগেই। কত বার যে পোস্ট ঠিক করি লেখা ঠিক করি স্পেলিং ঠিক করি তার হিসাব নাই। এমন কি আমি নোটপ্যাডে সেভ করি আগে। ম্যালা কাজের জিনিস দিলেন! আসলেই সময় বাঁচায় দেয়!

মেরিট আর্নারের এই হিসাব কি শুধু লোকালে সীমাবদ্ধ নাকি টোটাল ফ্রম গ্লোবাল?