Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: ক্রিপ্টো মার্কেটের হালনাগাদ এবং খবর
by
Crypto Library
on 05/09/2025, 20:54:33 UTC
⭐ Merited by DYING_S0UL (1)
এইজন্যই বলছি যে এখানে ভিন্ন মত থাকবে! বাট যেহুেতু আমাদের মেম্বার কম তাই ঘুরে ফিরে তুমি আমি এলবি শিশির এবং অন্যান্য এরাই প্রতি মাসে টপে থাকবে। পার্সোনালী প্রতি মাসে এভাবে এই জিনিসটারে হাইলাইট করবা আর গ্লোবালের সাঙ্গেপাঙ্গো দের এটা চোঁখে পড়বে না এটা হতেই পারে না। ইমনিই আমাদের বোর্ড আমাদের মেম্বার্স গণ অনেক হাইলাইটেড। ইউ নো হোয়াট আই মিন। আননেসেসারি এটেনশন আসুক আর এসব নিয়ে ড্রামা হোক, এমন চাইনা আমি। টায়ার্ড লাগে।
তুমি কি এটা ধরে নিয়েছো যে আমাদের বাংলা কমিউনিটিতে আর লোকজন আসবে না? আর এটার গ্রোথ হবে না, তুমি, আমি, সহ এমন আরো অনেক মেম্বাররা রয়েছে যারা বাংলা বোর্ড এর পরে যুক্ত হয়েছে এবং বর্তমানে নিজেদের একটা ভালো পজিশন তৈরি করতে পেরেছে। এবং আমি এটাও বিশ্বাস করে যে সামনে অবশ্যই আরো লোক আসবে একজন আরেকজনের হাত ধরেই আসবে যেমন তোমার থেকে তোমার বন্ধুবান্ধব বা কাজিন ফোরাম সম্পর্কে জেনে আসতে পারে এমনকি আমরা যে 20-30 জন একটিভ লোক  রয়েছি এদের থেকে এভাবেই লোক আসতে পারে,
যাই হোক বাদ দাও আমাদের বাংলা  থ্রেডে যেসব ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি চলে, অন্যান্য লোকাল বোর্ডের ক্ষেত্রে আমাদের বিষয়গুলো কিছুই হতো না যেমন ইতালিয়ান থেকে শুরু করে আরো অনেক বোর্ড রয়েছে যেখানে মেরিট সোর্স বেশি থাকার কারণে এমন অনেক পোস্ট রয়েছে যেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মেরিট পেয়েছে যেখানে আমাদের বাংলা থ্রেডের অনেক কোয়ালিটি ফুল পোস্টেও মেরিট দেখা যায় না।
এই দেখেন Review Master ভাই এত ব্যস্ততার মাঝেও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং নিউজগুলো আমাদের কাছে তুলে ধরে কিন্তু তার পোস্টের মূল্যায়ন হিসেবে আমি এক/ দুইটা মেরিট মাঝেমধ্যে দেই অন্যান্য বোর্ডে হলে এখানে পাঁচ দশটা মেরিট থাকতো।
 বাদ দাও এইসব বিষয় নিয়ে  আলাপ-আলোচনা করলে  করলে হতাশা তারা আর কিছু পাবে না তাই পজেটিভ কিছু চিন্তা কর পরের বিষয় পরে দেখা যাবে।
ধন্যবাদ , কিন্তু আমার কোনো ঠিকঠিকানা নাই। কারণ একতো web3 এর চাকরি , তার উপর পড়ালেখা এখনো শেষ হয়নাই এবং কিছুদিন পর পর পরীক্ষা থাকে। তাই এখানে প্রতিদিন পোস্ট করতে চাইলেও, সময় হয়ে উঠে নাহ। তার থেকে সবচেয়ে বড় সামস্যা হইলো, mac সিস্টেমে বাংলা কিবোর্ড ভালো নাই। Avro কিবোর্ড ব্যাবহার করে লেখতে অনেক সামস্যা । কারণ আমি কিবোর্ডের national লেআউটটা ব্যাবহার করে অভ্যস্ত এবং Avro কিবোর্ডের উইন্ডোজে ভার্সনে ওই লেআউটটা আছে, কিন্তু mac এর ভার্সনে নাই। তাই মাঝেমধ্যে আগ্রহ কমে যাই, সময় বেশি লাগার কারণে।

প্রতিদিন মার্কেট নিয়ে এমন খবর এখন থেকে দেওয়ার চেষ্টাই করতেছি, দেখহি আর কি কি আপনাদের সাথে ভাগাভাগি করা যায়। যদিও আমি ট্রেডিং নিয়ে তেমন ভালো নাহ, নইলে মার্কেট নিয়েও তথ্যাদি সবার জন্য পোস্ট করতাম। Wink
যদি টাইপিং নিয়ে বেশি সমস্যা থাকে তাহলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন-
https://www.speechtexter.com/
আমিও বর্তমানে এটি দিয়ে আপনার পোষ্টের জবাব দিচ্ছি আমাকে বেশি সময় ব্যয় করতে হচ্ছে না টাইপিং এর ক্ষেত্রে পায়ের উপর পা তুলে হাত মুচরাচ্ছি এবং আপনার পোষ্টের জবাব দিচ্ছি। 
যাই হোক এই ওয়েবসাইটের কিছু শর্টকাট key রয়েছে যেগুলো ব্যবহার করলে আরো বেশি সুবিধা পাবেন যেমন-
ctrl + Q---------- ভাষা সুইচ করা যেমন বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা.

ESC------ মাইক অফ রাখা  বা চালু করা .