Post
Topic
Board Other languages/locations
Re: আগস্ট মাসের একটিভিটি ২০২৫
by
God Of Thunder
on 06/09/2025, 06:52:06 UTC
BTW, এবিউজও আছে! সেগুলোরে কি বলবা? ঐভাবেই তো ধুমায়ে উপরে উঠতেছে। মেরিট ট্রানজেকশন, বোর্ডে একটু উকি মারো বুঝতে পারবা। কয়েকজনের মাঝেই সব সার্কুলেশন ঘটতেছে। এনিওয়ে আমি এইসবে ইন্টারেস্টেড না, এসব নিয়ে কথা বলার ইচ্ছাও নাই।

ওগুলো দেখে কি লাভ? যার যার চিন্তা তার করা লাগবে। আমি ডিটেক্টিভ না। মানুষের জন্য চিন্তা করা ছেড়ে দিছি। তবুও মাঝে মাঝে দুই একজনকে দু চার কথা বলি। আপনি যাদের কথা বললেন, এনাদেরকে আমার চেনা হয়ে গেছে। এনাদের আমি অলরেডি রিচ করেছিলাম কয়েকবার। লোকাল থ্রেড এ মেনশন করে বুঝানোর চেষ্টা অব্দি করেছি। কিন্তু ওনাদের কাছ থেকে কোনো পজেটিভ রেসপন্স আমি পাইনি। তো, সেই সময় থেকেই মূলত আমি ওনাদেরকে নিয়ে আর আলাপ করি না।

ওনারা যদি কোনোদিন ফেঁসে যায়, সেটার জন্য ওনারা নিজেরাই দায়ী থাকবেন। তবে এটা সবাই জানে যে চোরের দশ দিন, গৃহস্থের এক দিন। সেই এক দিনের ধকল ই ওনারা সামাল দিতে পারবে না। যারা পারে, তারা কোনো প্রকার এবিউজ ছাড়াই পারে। মেরিটের জন্য এবিউজ করা লাগে না।