এতো বড়ড়ড়ড়, কোট মারলাম
আমার মতে মেরিট নিয়ে মাতামাতি না করলেই বেটার। আই মিন কে কত দিলো কে কত পাইলো ঐ হিসাব টা যেটা পোস্টে ইনক্লুড করছো! এখানে একেক জনের একেক মতামত থাকতে পারে, বাট আমার আর মেরিট নিয়ে এই বালের ক্যাচাল ভালোলাগে না।
----
অন্যদের আলাপ বাদ দিয়ে নিজের চরকায় তেল দেওয়া উচিৎ আপনার। আপনি মিয়া এই ফোরামে আসছেন বহুদিন হয়। আপনার পরে আসা লোকজন হিরো মেম্বার হয়ে গেছে। ....................
BTW, এবিউজও আছে! সেগুলোরে কি বলবা? ঐভাবেই তো ধুমায়ে উপরে উঠতেছে। মেরিট ট্রানজেকশন, বোর্ডে একটু উকি মারো বুঝতে পারবা। কয়েকজনের মাঝেই সব সার্কুলেশন ঘটতেছে। এনিওয়ে আমি এইসবে ইন্টারেস্টেড না, এসব নিয়ে কথা বলার ইচ্ছাও নাই।
বাইদাওয়ে, সবার সাজেশন টাজেশন সবকিছু মিলায়ে redotpay ইনস্টল করছিলাম। সাবক্রিবপশনও কিনছি, কোনো সমস্যা হয়নি। কোনো এক্সট্রা চার্জ বা ০.৫০$ কাটার মতো সিচুয়েশনে পরি নাই।
ধন্যবাদ
