এইজন্যই বলছি যে এখানে ভিন্ন মত থাকবে! বাট যেহুেতু আমাদের মেম্বার কম তাই ঘুরে ফিরে তুমি আমি এলবি শিশির এবং অন্যান্য এরাই প্রতি মাসে টপে থাকবে। পার্সোনালী প্রতি মাসে এভাবে এই জিনিসটারে হাইলাইট করবা আর গ্লোবালের সাঙ্গেপাঙ্গো দের এটা চোঁখে পড়বে না এটা হতেই পারে না। ইমনিই আমাদের বোর্ড আমাদের মেম্বার্স গণ অনেক হাইলাইটেড। ইউ নো হোয়াট আই মিন। আননেসেসারি এটেনশন আসুক আর এসব নিয়ে ড্রামা হোক, এমন চাইনা আমি। টায়ার্ড লাগে।
খুব ভালো একটা কথা বলেছেন। বিটকয়েন টক ফোরাম সম্পর্কে খুব কম বাঙালি জানে৷ আমার দেখা মতে ৯০% বাঙালি জানে বিটকয়েন সম্পর্কে, কিন্তু কেও জানে না বিটকয়েন এর একটা ফোরাম ছিলো যেখানে শাতশি নিজে সবার সাথে ইন্টারেকশন করেছে। আর নতুন ফ্রেন্ড সার্কেল এর ফোরাম এর সাথে পরিচয় করাতেও ভয় লাগে। কারন ওদের সাথে ওয়ালেট এ কত শত লেনদেন আছে। ফোরাম এর খুব বাজে একটা বিষয় ওয়ালেট এর ট্রাঞ্জেকশন কেই সন্দেহ ভাজন ভাবে দেখে আর আমাদের লোকাল দের ও আরো বাজে ভাবে দেখে৷
আপনাদের কি অবস্থা? এ নাগাদ কতজন বাঙালি ফ্রেন্ড কে ফোরান সম্পর্কে বলেছেন।