Post
Topic
Board Other languages/locations
Re: ক্রিপ্টো মার্কেটের হালনাগাদ এবং খবর
by
Review Master
on 07/09/2025, 22:06:32 UTC
যারা zealy তে বিভিন্ন প্রজেক্টের ক্যাম্পেইনে যোগদান করে থাকেন, তারা Sailor এর বর্তমান zealy ক্যাম্পেইনে অংশ্রহণ করতে পারেন। যারা সেরা ১০ এর মধ্যে থাকবেন, তারা ভালো পরিমাণে USDT/USDC টোকেন পাবেন।
- https://zealy.io/cw/sailorfi/questboard

ভাই কেমন আছেন?
প্রায় আড়াই বছর পরে ফোরামে লগইন করে দেখলাম এখনো আমরা আলাদা লোকাল বোর্ড পাইনি বিষয়টা দূঃক্ষজনক।
যাই হোক আপনারা সচল রাখছেন এজন্য ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো লাগলো যে, আপনিও ফোরামে আবার ফেরত এসেছেন। লোকাল বোর্ড পেতে আরও সময় লাগবে হয়তো, দেখা যাক কতদিন লাগে।

Quote
আমি Zealy, Galxe এ কাজ করি বিভিন্ন প্রজেক্টের টেস্টনেট, মেইননেট প্রমোশনে।
সকলের জন্য শুভকামনা রইলো।

আপনি তো এখন এয়ারদড্রপ করে ভালোই ইনকাম করতেছেন। লেগে থাকেন, আশা করায যায় সামনের দিনগুলোতে আরও ভালো ভালো এয়ারড্রপ পাবেন।  Wink