যারা zealy তে বিভিন্ন প্রজেক্টের ক্যাম্পেইনে যোগদান করে থাকেন, তারা Sailor এর বর্তমান zealy ক্যাম্পেইনে অংশ্রহণ করতে পারেন। যারা সেরা ১০ এর মধ্যে থাকবেন, তারা ভালো পরিমাণে USDT/USDC টোকেন পাবেন।
-
https://zealy.io/cw/sailorfi/questboardএছাড়াও তাদের discord অ্যাম্বাসিডর প্রোগ্রাম চলে, যেখানে Pirate King role পাইলে $৫০ রিওয়ার্ড পাবেন এবং Anchor Lad role যারা পাবে, তারা $১০ করে পায়। শুধুমাত্র আপনাদেরকে প্রজেক্ট নিয়ে টুইট, তাদের টুইটে engagement ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে Anchor পয়েন্ট সংগ্রহ করে সেরা ২ কিংবা ১০ এ থাকতে হবে। তাদের Discord গেলেই বিস্তারিত জানতে পারবেন। তাই যারা অংশগ্রহণ করতে চান, চাইলে অংশগ্রহণ করুন এবং প্রতিযোগিতা তেমন একটা নেই।

আবারও ধন্যবাদ, কিন্তু সবকিছুর ভালোমন্দ দিক রয়েছে এবং আমার দৃষ্টিভঙ্গিতে অমন শর্টকাট ব্যাবহার করে পোস্ট তাড়াতাড়ি করতে পারবো যেমনটা আপনি বললেন। তবে আমার লেখার দক্ষতা কখনওই ভালো হবে নাহ এবং আমি চাই যে, আমার নিত্তনতুন দক্ষতা বাড়ুক নাকি অমন শর্টকাট ব্যাবহার করে কাজ শেষ করি। তাই অমন ওয়েবসাইট সম্পর্কে আগে থেকে জানার পরেও আমি তেমন একতা ব্যাবহার করি নাহ।
আমি গতমাস থেকে mac এর Avro কিবোর্ড ব্যাবহার করেই পোস্ট করতেছি এবং আমার এদানিং লেখার গতি ভালোই বৃদ্ধি পেয়েছে। তবে আগের মাসগুলোতে লেখার গতি কম থাকায় গায়েব হয়ে গেসিলাম। আশা করতেছি আগের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। কিন্তু এখন পরীক্ষা চলায়, হয়তো তেমন বেশিকিছু আপনাদের জন্য পোস্ট করতে পারবো নাহ। বাকি দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে।
অবশ্যই ভালো মন্দ দুই দিকই রয়েছে, আসলে ভাই আমি মূলত আইলসা কিসিমের লোক তাই সব সময় সময় বাঁচানোর জন্য বিভিন্ন টুলস এবং ট্রিক্স ব্যবহার করার চেষ্টা করি, তবে কারোর যদি টাইপিং গতি বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে এই ধরনের টুলস ব্যবহার না করাই বেটার হবে।
আমার ক্ষেত্রে বিষয়টা এমন যে টাইপিং স্কিল মোটামুটি ভালো কিন্তু আরও টাইম সেভিং এর জন্য এইটা ব্যবহার করা।
আমার মতো আইলসা নাহ, কারণ এই আসলামির জন্যই জীবন থেকে অনেক কিছু হারায় গেছে , কিংবা হাসিল করতে পারি নাই। তাই এখন আলসামি কমানোর চেষ্টায় লেগে আছি।
