~
~
~
রাজনীতি আগে সুশীল সমাজের মানুষের জন্য ছিল। বর্তমানে অশ্লীল ও দুর্নীতিবাজদের জন্য রাজনীতি একটা রমরমা ব্যবসা। যেখানে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছু ব্যয়বহুল। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। বাবা-মার চাহিদা পূরণ করতে পারতেছি না। পারতেছি না বাবাকে ভালো একটা পোশাক কিনে দিতে। পারতেছিনা মা মায়ের ওষুধের টাকা জোগাড় করতে। আমাদের আহাজারি ও চাপা কান্না প্রকাশ করার মতো নয়। আর সারা রাজনীতি করে তাদের দিকে লক্ষ্য করেন, অন্যের হক মেরে খাচ্ছে। ভালো করে পড়াশোনা করে নাই, অথচ বাড়িতে তিন থেকে পাঁচ তলা বিল্ডিং। ব্যাংকে কোটি কোটি টাকা। এগুলার উৎস কোথায় থেকে এসেছে। তাই আমি মনে করি সুশীল মানুষরা কখনো রাজনীতি করবে না। ভালো থাকুক সবাই এটাই সুশীল সমাজের কামনা।
আরেকটা ঘটনা শেয়ার করি: সেটা কৃষি মন্ত্রণালয় আমাদের উপজেলায় অনেক দুর্নীতি হয়েছে। কৃষকদের আধুনিক সরঞ্জাম, বিভিন্ন কৃষি পণ্য উদ্ভাবনে অর্থায়ন, গরিব কৃষকদের অর্থায়ন, একটি বাড়ি একটি খামার, উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে অর্থায়ন, কৃষকদের আধুনিক সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণ কর্মসূচি ও কৃষকদের জন্য সরকারি প্রণোদনা সহ বিভিন্ন মেয়াদে বিচ বিতরণ কর্মসূচি। মাঠ পর্যায়ে খবর নিয়ে দেখেন এগুলো কোনটাই করা হয় না। কিন্তু সরকার এক হাতে কোটি কোটি টাকা বাজেট করে। কৃষকদের কোন সাহায্য করা হয় না। এই দুর্নীতির বিরুদ্ধে বর্তমানে যারা একটু সোচ্চার হচ্ছে, তাদেরকে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর নেতারা দমিয়ে রাখার চেষ্টা করছে। একটা দেশ অর্থনীতি ও খাদ্যের ঘাটতি পুরনো কৃষকদের অবদান অবিস্মরণীয়। দেশের চালিকাশক্তি কৃষক, তারপর ব্যবসায়ীদের গণ্য করা হয়। একটা দেশের ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলার মত কেউ নেই, দুর্নীতির বিরুদ্ধে কেউ নেই। দেশটা ভালো থাকবে কেমনে? দেশের মানুষ ভালো থাকবে কেমনে?