এতোদিন যাবৎ দেখে আসছিলাম যে সবাই শিবির কে বলে আসছে যে এরা নাকি বট আইডি দিয়ে প্রপাগান্ডা ছড়ায় আর, আর বিরোধী দলের পোষ্টে তারা নাকি বট আইডি দিয়ে হাহা মারে। এখন দেখা যাচ্ছে শিবিরের বট আইডির পাশাপাশি বট ভোটের সংখ্যাও অনেক বেশি। বিএনপির এরকম ভরাডুবির কারণ কি বলে আপনাদের মনে হয়? আর শিবিরের জনপ্রিয়তা এতোই বেড়ে গেলো হুট করে? এর পেছনের ঘটনা আপনাদের কাছে কি মনে হয়?
আমার যেটা ধারণা, যেহেতু আওয়ামীলিগ এখন নাই, তারা এখন জামাত শিবির, বা অন্যান্য দল কে ভোট দিবে। আওয়ামীলিগের সাপোর্ট যারা করে, তারা অন্তত কোনোদিন বিএনপি কে ভোট দিবে না। এটা আর কেউ বুঝুক আর না বুঝুক, রুমিন ফারহানা ঠিকই বুঝে। তাই তিনি চাচ্ছেন যেভাবেই হোক, আওয়ামীলিগ মাঠে আসুক। এতে করে বিএনপি বিরোধীদের ভোট ভাগ হয়ে যাবে। আওয়ামীলিগ যারা সাপোর্ট করে, তারা আওয়ামীলিগ কে ভোট দিবে, এতে করে আওয়ামীলিগ এর ভোট গুলো আর জামাত শিবির পাবে না।
আমি পার্সোনালি এটার সাথে একমত না যে আওয়ামী লীগ বর্তমানে মাঠে নেই বলে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা জামাতকে ভোট দিচ্ছে বরং আমি এইটা বলতে পারি যে আওয়ামী লীগের যে বাঙ্গু সেকুলাররা রয়েছে তারা জামাতকে ভোট না দিয়ে অন্য যে কোন দলকে ভোট দিতে পারে, সেটা হোক বিএনপি অথবা অন্য কোন দল।
আর হঠাৎ জামাত এর এত জনপ্রিয়তা পাওয়ার কারণ হিসেবে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ আমি মনে করি এরা সুসংগঠিত ভাবে এদের সকল কার্যক্রম চালু রাখে এবং সেই সাথে সাথে যারা জামাত করে তারা মেধা, চরিত্র এবং ব্যবহার সব দিক থেকেই অন্যান্য দলগুলোর নেতাকর্মীর দিক থেকে আলাদা হয়ে থাকে।
আর তাছাড়া আরও একটি বড় কারণ হচ্ছে জামাত এর বিরুদ্ধে এতদিন যে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে সেগুলো যে মিথ্যা এই বিষয়গুলা বর্তমানে প্রমাণিত হচ্ছে। আর তাছাড়া যেহেতু এটি ধর্মকে গুরুত্ব দেয় এবং আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এটার জন্য জামাত ভোট বেশি পায়।