জামাতি বয়ান ঝাড়লেন মনে হলো। ভাই বিএনপি চাঁদাবাজি করছে আপনাকে কে বললো। গত ১৭ বছর বিএনপির নেতা কর্মিদের নিকট থেকে আওয়ামী লীগের নেতা কর্মিরা ধার, কর্জ, এমনকি জোর করে টাকা পয়সা নিয়েছিলো এখন সময় এসেছে সে গুলো ফিরিয়ে নেওয়ার। এবং সেগুলো ফিরিয়ে নিতে গেলেই বট বাহিনীর চাঁদাবাজি বলে প্রচার করে বেড়াচ্ছে। তবে কিছু কিছু এলাকায় ২/১ টা ঘটমা ঘটছে না এটা আমি বলবো না। একটা বড়ো দলে কিছু খারাপ লোক থাকবে এটা স্বাভাবিক। তবে অভিযোগ পেলে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছে। আর অন্য দলও যে চাঁদাবাজি করছেনা এটা বলা মুশকিল।
আমি আসলে বুঝতে পেরেছি যে ভাইটি বিএনপিএর একজন নেতা, অথবা একজন দল কানা। কিন্তু এটা ভেবে অবাক হলাম যে এরা দলের জন্য রাস্তায় লেংটা হয়ে নাচতে পারবে। ইনি আমাকে বলছেন আমি জামাতি বয়ান দিছি

। আমার বাপের জন্মে আমি কোনোদিন রাজনীতি করি নাই। আর আমি রাজনীতি কুত্তার চাইতে বেশি ঘৃণা করি। বিএনপির লেটেস্ট ট্রেন্ড হইলো, যারা আওয়ামীলীগ এর পক্ষে বলে, তারা হচ্ছে স্বৈরাচার, আর যারা বিএনপির বিপক্ষে বলে, তারা জামাতি

লল।
..............
এসব নগ্ন মানুষ অনলাইনে দেখলে আমার লজ্জা লাগে।
বোঝার কিছু নাই, ক্লিয়ারলি বিএনপি করে, নয়তো বিএনপির সাফাই গাইবে কেন! এরে এতোদিন কোনো পলিটিকাল স্টেটমেন্ট দিতে দেখি নাই! নয়া নয়া ক্ষমতা পাওয়া শুরু করছে, ১০% খাওয়া ধরছে, তাই মনে হয় আপনার কথাগুলো তাহার গায়ে লাগছে! কি পরিমাণ বায়াস স্টেটমেন্ট "জামাতি বয়ান"। বাচ্চা বাচ্চা জানে বিএনপি সারা দেশে অলরেডি চাঁদাবাজি শুরু করে দিছে! আরে আমার নিজের এলাকার লোকজনই চাঁদাবাজি শুরু করে দিছে ওপেনলি! তাদের ভাষায় এটা "শালিশি" করা বলে, দুই পক্ষের মিমাংসা মিটাবে, আর মাঝখান দিয়ে টাকা নিবে! আর অন্যান্য চাদাবাজি সোর্সিং তো আছেই। আওয়ামীলীগ আমলে মাইর খাইছে, ঢাকা গিয়ে অন্যের ফলের দোকানে কাজ করছে! জমিজমা বিক্রি করা ধরছে! আর এখন দেখি বাইক নিয়ে বাড়ির সামনে দিয়ে রাজাবাদশার মতো হনহন করে যায়। বড় কোনো নেতা অনেক পাওয়ার এমন হলেও বুঝতাম, বাট সামান্য পাতি নেতার কি দাপট।
আর ইনি প্রশ্ন করতেছেন, "বিএনপি চাঁদাবাজি করছে কে বলছে"। হাও ফাকিং লয়াল পিস অফ সিট!
বাইদাওয়ে আমি নিজেও কোনো দল করিনা। কেউ আবার, আওয়ামীবিএনপিজামাতি ট্যাগ দিয়েন না। একটা বালেন নেতারেও আমি চিনিনা, দুচিনা , টিভিতে যা দেখি, ফেসবুকে যা ভাইরাল হয়, ততদূর পর্যন্ত আমার দৌড়! এসব পা চাটার টাইম নাই আমার।
লাস্টে ঐ একটাই কথা, "
নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ".. লল।