Next scheduled rescrape ... in 5 days
Version 1
Last scraped
Scraped on 10/09/2025, 23:59:02 UTC
আর হঠাৎ জামাত এর এত জনপ্রিয়তা পাওয়ার কারণ হিসেবে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ আমি মনে করি এরা সুসংগঠিত ভাবে এদের সকল কার্যক্রম চালু রাখে এবং সেই সাথে সাথে যারা জামাত করে তারা মেধা, চরিত্র এবং ব্যবহার সব দিক থেকেই অন্যান্য দলগুলোর নেতাকর্মীর দিক থেকে আলাদা হয়ে থাকে।
আর তাছাড়া আরও একটি বড় কারণ হচ্ছে জামাত এর বিরুদ্ধে এতদিন যে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে সেগুলো যে মিথ্যা এই বিষয়গুলা বর্তমানে প্রমাণিত হচ্ছে। আর তাছাড়া যেহেতু এটি ধর্মকে গুরুত্ব দেয় এবং আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এটার জন্য জামাত ভোট বেশি পায়।
হ্যাঁ, ভাই আমি আপনারা সাথে একমত। বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি দল রয়েছে তার মধ্যে জামাত ইসলামী দলের লোকজনের আচার ব্যবহার ভালো। এদের নামে কোন বাজে রিপোর্ট দেখি না। আর বিএনি লোকেরা অলরেডি তাদের পাওয়ার দেখাচ্ছে, ছাত্র আন্দোলনের পুর্বে আওয়ামীলীগের পাতি নেতাদের বিরুদ্ধে কিছু বলা যেত না, আর এখন বিএনপির লোকেদের বিরুদ্ধে কিছু বলা যায় না। কোন দলই ভালো না, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনটিই সুবিধার নয়। আর জামাত ইসলাম এখনো একবারো ক্ষমতায় যায় নাই, তাই তাদের বিরুদ্ধে কোন কিছু বলা যাচ্ছে না যে তারা কেমন আচরণ করবে, যেহেতু ইসলামী দল তাই আশা করা যায় ভালো আচরণ করবে। পুর্বে বিএনপি ক্ষমতায় ছিলো তাদেরও কার্যক্রম ভালো ছিলো না।  

আর এখন আমাদের এলাকায় বিএনপির লোক বেশি হয়েছে, যারা পূর্বে আওয়ামীলীগ ছিলো তারা এখন বিএনপির পিছনে ঘুরে, আর বড় বড় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে বিএনপির নেতারা বিশাল অংকের চাদা নিয়েছে। এটাই বাংলাদেশ।
আর যদি নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি নেতারা এমন বাজে কার্যক্রম চালিয়ে যায় তাহলে তাদের জনপ্রিয়তা অনেক কমে যাবে, লোকেরা জামাতে ভোট দিবে।
DS যেমন বলেছে আসলে এটাই ঠিক, ধানের শীষ আর নৌকা এসের বিষ একই রকম।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 10/09/2025, 23:53:29 UTC
আর হঠাৎ জামাত এর এত জনপ্রিয়তা পাওয়ার কারণ হিসেবে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ আমি মনে করি এরা সুসংগঠিত ভাবে এদের সকল কার্যক্রম চালু রাখে এবং সেই সাথে সাথে যারা জামাত করে তারা মেধা, চরিত্র এবং ব্যবহার সব দিক থেকেই অন্যান্য দলগুলোর নেতাকর্মীর দিক থেকে আলাদা হয়ে থাকে।
আর তাছাড়া আরও একটি বড় কারণ হচ্ছে জামাত এর বিরুদ্ধে এতদিন যে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে সেগুলো যে মিথ্যা এই বিষয়গুলা বর্তমানে প্রমাণিত হচ্ছে। আর তাছাড়া যেহেতু এটি ধর্মকে গুরুত্ব দেয় এবং আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এটার জন্য জামাত ভোট বেশি পায়।
হ্যাঁ, ভাই আমি আপনারা সাথে একমত। বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি দল রয়েছে তার মধ্যে জামাত ইসলামী দলের লোকজনের আচার ব্যবহার ভালো। এদের নামে কোন বাজে রিপোর্ট দেখি না। আর বিএনবির লোকেরা অলরেডি তাদের পাওয়ার দেখাচ্ছে, ছাত্র আন্দোলনের পুর্বে আওয়ামীলীগের পাতি নেতাদের বিরুদ্ধে কিছু বলা যেত না, আর এখন বিএনপির লোকেদের বিরুদ্ধে কিছু বলা যায় না। কোন দলই ভালো না, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনটিই সুবিধার নয়। আর জামাত ইসলাম এখনো একবারো ক্ষমতায় যায় নাই, তাই তাদের বিরুদ্ধে কোন কিছু বলা যাচ্ছে না যে তারা কেমন আচরণ করবে, যেহেতু ইসলামী দল তাই আশা করা যায় ভালো আচরণ করবে। পুর্বে বিএনপি ক্ষমতায় ছিলো তাদেরও কার্যক্রম ভালো ছিলো না। 

আর এখন আমাদের এলাকায় বিএনপির লোক বেশি হয়েছে, যারা পূর্বে আওয়ামীলীগ ছিলো তারা এখন বিএনপির পিছনে ঘুরে, আর বড় বড় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে বিএনপির নেতারা বিশাল অংকের চাদা নিয়েছে। এটাই বাংলাদেশ।
আর যদি নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি নেতারা এমন বাজে কার্যক্রম চালিয়ে যায় তাহলে তাদের জনপ্রিয়তা অনেক কমে যাবে, লোকেরা জামাতে ভোট দিবে।
DS যেমন বলেছে আসলে এটাই ঠিক, ধানের শীষ আর নৌকা এসের বিষ একই রকম।