Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 11/09/2025, 00:05:16 UTC
লাস্টে ঐ একটাই কথা, "নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ".. লল।

এটা আবার পাবলিকলি মানুষের সামনে বলতে যাই না। তাইলে ওই যে ফজলু পাগলার লোকজন আছে না, তারা আপনার জিব্বা কেটে কুত্তা দিয়ে খাওয়ায় দিব। তখন হবে আরেক বিপদ। আমি অফলাইনে আজ অবধি কোন রাজনৈতিক আলোচনায় জড়ায়নি। অনলাইনে টুকিটাকি আমার কাছে যেটা সঠিক মনে হয় আমি সেটাই লিখি। কিছু কিছু নগ্ন মানুষ দেখলে আসলে আমার নিজের খুব লজ্জা লাগে। কিন্তু এদের কোন লজ্জা আছে বলে আমার মনে হয় না। রাজনীতি মানেই মিথ্যা। যে যত বড় বড় মিথ্যা কথা বলতে পারে সে ততো বড় নেতা হয়।

আমার এলাকায় তো আমি দেখছি, আমাদের লোকাল বাজারের সবগুলা ভাংগারি দোকানদার বিএনপিএ নেতাদেরকে প্রতি মাসে হাজার হাজার টাকা চাঁদা দেয়। অনেকেই আছে যারা চাঁদা দেয় নাই বলে তাদের ব্যবসা বন্ধ করে দিছে। এভাবেই চলছে, কুত্তা লীগ আর কুত্তা দল, সব একই আসলে।