Search content
Sort by

Showing 7 of 7 results by Harrisonn
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Harrisonn
on 12/12/2021, 03:01:27 UTC
ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে বিটকয়েনের দাম আগের তুলনায় 5% বেড়েছে।
গোটা বিশ্বের মার্কেটে ডিজিটাল কারেন্সিগুলির বাজার দর হয়েছে মোটামুটি 2.5 ট্রিলিয়ন ডলার।
বিট কয়েনের দর এখন হয়েছে প্রায় 50 হাজার ডলার।

ভারতে নতুন “Cryptocurrency Bill 2021” -র ঘোষণার পর থেকেই শেয়ার মার্কেটে দর কমতে শুরু করেছিল বিটকয়েন, বিট টরেন্টের মতো ক্রিপ্টোকারেন্সিগুলির। তবে এখন জানা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে বিটকয়েনের দাম আগের তুলনায় 5% বেড়েছে । এখন এই ক্রিপ্টোকারেন্সির দর প্রায় 50 হাজার ডলার ছাড়িয়েছে। পাশাপাশি অন্যান্য সব জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সিগুলির ভ্যালুও আগের তুলনায় বেশ খানিকটা বেড়েছে।

জনপ্রিয় ক্রিপ্টো সংস্থা CoinGecko –র মতে গোটা বিশ্বের মার্কেটে ডিজিটাল কারেন্সিগুলির দর মোট 5 শতাংশ বেড়েছে। এখন সব মিলিয়ে ক্রিপ্টোকারেন্সিগুলির বাজার দর হয়েছে 2.5 ট্রিলিয়ন ডলার।
আসুন একনজরে দেখে নেওয়া যাক:

অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলির দাম কতটা বেড়েছে-• ইথেরিয়াম(ETH): ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে এই ক্রিপ্টোকারেন্সির দর আগের তুলনায় 5.5 % বেড়েছে । এখন ইথেরিয়ামের ভ্যালু হল প্রায় 51.182.71 ডলার।
• টেথার (USDT) : এই ক্রিপ্টোকারেন্সির দর আগের তুলনায় 0.10% বেড়েছে। এখন হয়েছে 1 ডলার।
• বিট টরেন্ট (BTT)ঃ বিট টরেন্ট ক্রিপ্টোকারেন্সি আগের তুলনায় 34.18% লাভ করেছে। এখন দর রয়েছে 0.0003276 ডলার।
• ম্যাটিক (MATIC): এই ক্রিপ্টোকারেন্সির দর এখন হয়েছে 2.40 ডলার। ভ্যালু বেড়েছে 30.69% ।
• বাইন্যান্স কয়েন (Binance Coin): এই ক্রিপ্টোকারেন্সির দর বেড়েছে 7.82% । এখন ভ্যালু রয়েছে 588.71 ডলার।
• ডজকয়েন(DOGE): এখন এই ডিজিটাল কারেন্সির দর রয়েছে 0.1791 ডলার। ভ্যালু বেড়েছে 7.37%।
• শিবা INU (SHIB): এই ক্রিপ্টোকারেন্সির দর আগের তুলনায় বেড়েছে 8.11%।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Harrisonn
on 11/12/2021, 12:28:16 UTC
বিটকয়েন এর সুবিধা গুলো কি কি কেউ যদি একটু বলতেন।

আর আমরা যে বাউন্টি ফোরামে কাজ করি সেটা কি কোন অপরাধ? এটা যদি বাংলাদেশের প্রশাসন যানে তাহলে কি আমাদের কোনো অসুবিধা হবে?


যে কোন জিনিসের দুইটা দিক থাকে। একটা হল ভালো দিক আর একটু হলেও খারাপ দিক। সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিটকয়েন।এই বিটকয়েনের কিছু খারাপ ও ভালো দিক তুলে ধরা হলো যাতে করে বিটকয়েন সম্পর্কে আপনার ধারণা হয়:-

বিটকয়েন এর সুবিধা সমূহ:-
১। লেনদেনে সরকারের কোন নিয়ন্ত্রন থাকে না।
 ২। কোন ব্যাংকের সাথে যোগাযোগের প্রয়োজন পরে না।
 ৩। লেনদেনে পরিচয় গোপন থাকে।
 ৪। স্বল্প সময়ে যেকোন জায়গায় টাকা পাছানো সম্ভব হয়।
 ৫। সঞ্চয়ের মাধ্যমে পরবর্তিতে অধিক মূল্যে বিক্রয় করা যায়।

 বিটকয়েন এর অসুবিধা সমূহঃ
 ১। মাইনর ট্রানজেকশন এপ্রুভ করতে অনেক সময় মাত্রাতিরিক্ত সময় নিয়ে থাকে।
 ২। অকেন সময় বেআইনি কাজে ব্যবহার করা হয়।
 ৩। কোন সেবা না পেলে তার মূল্য আর ফেরত পাওয়া যায় না।
 ৪। বিটকয়েন ওয়ালেট নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না।
 ৫। বাজার মূল্য অস্থিতিশীল।

বিটকয়েনের কিছু অসুবিধা
 বিটকয়েন সম্পূর্ণ অফেরতযোগ্য। অর্থাৎ কেউ ভুল করে কোনো ভুল ঠিকানায় বিটকয়েন পাঠিয়ে দিলে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়।
 বিটকয়েন লেনদেন প্রক্রিয়া কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না। প্রেরক-প্রাপক উভয়ের পরিচয়ই সম্পূর্ণ গোপন থাকে। ফলে অনেক অপরাধমূলক কাজে বিটকয়েন ব্যবহার করা সম্ভব। অবৈধ পণ্যের কেনা বেচাতেও বিটকয়েন ব্যবহৃত হয়। ইন্টারনেটের গোপন অংশ ডার্ক ওয়েবের সমস্ত লেনদেন হয় বিটকয়েনের মাধ্যমে।
 বিটকয়েনের মূল্য অনেকটাই অস্থিতিশীল। কখনো বিশাল পরিমাণে বাড়ে তো কখনো বিশাল ধস নামে।

সতর্ক থাকতে হবে:
আর আমার যতটুকু মনে হয় বাংলাদেশে থেকে বাউন্টি ফোরামে কাজ করে ভালোই প্রফিট আয় করতেছে। যেহেতু আমাদের দেশে এখনো বৈধতা দেয়নি তার জন্য আমরা যাই করি না কেন সবকিছু সতর্কতার সাথে করতে হবে। সবসময় সতর্ক থেকে কাজ করে যাবেন। ইনশাআল্লাহ সামনে অনেক ভালো কিছু হবে।


অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Harrisonn
on 11/12/2021, 10:27:12 UTC
 বিটকয়েন এর সুবিধা গুলো কি কি কেউ যদি একটু বলতেন।

আর আমরা যে বাউন্টি ফোরামে কাজ করি সেটা কি কোন অপরাধ? এটা যদি বাংলাদেশের প্রশাসন যানে তাহলে কি আমাদের কোনো অসুবিধা হবে?
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Harrisonn
on 11/12/2021, 08:19:18 UTC
আসলামুআলাইকুম,
আমরা অনেকেই আছি যারা একাধিক আইডি ব্যবহার করতেছি একাধিক আইডি ব্যবহার করে বাউন্টিতে জয়েন করতেছি বাউন্টিতে প্রতারণা করতেছি এই মন মানসিকতা থেকে আমরা সবাই বেরিয়ে আসি তাহলে এক সময় কিন্তু বাংলাদেশীদের জন্য একটি বড় বিপদ ডেকে আনবো কখন আমরা নিজেরাই বুঝতেই পারব না।
বিশেষ করে আমরা বাংলাদেশীরা ছাড়া আছি একাধিক আইডি ব্যবহার করে বাউন্টিতে জয়েন করতেছে তাদেরকে চিটার উপাধিতে ভূষিত করা হচ্ছে অনেক বাউন্টিতে দেখতে পাচ্ছি ইদানিং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় টা খুবই লজ্জাজনক যে আমরা বাংলাদেশীরা এরকম চিটারি বাটপারি তে আছি বর্তমানে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ।
এর সাথে সাথে আমাদের মন-মানসিকতার কিন্তু পরিবর্তন আনতে হবে তা না হলে কিন্তু আমরা এই ফোরাম কে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো না এই ফোরামকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে আমাদের অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু ফোরামকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সেজন্য আমাদেরকে ভালো এবং মানসম্মত পোস্ট করতে হবে যাতে করে অন্যরা উপকৃত হয় এরকম পোস্ট করতে হবে ।
আপনার যে কথাটা তুলে ধরতে চাচ্ছেন বা তুলে ধরেছেন এটা অবশ্যই ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ এটা যদিও পুরনো কথা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরেছেন। এটা নতুনদের জন্য সাহায্য হবে। এবং যারা এই বিষয়ে অবগত ছিলেন না তারা দেখলে [তারা এই মাল্টটিপল একাউন্ট ব্যবহার করা থেকে বিরত থাকবে]
এটলিস্ট কিছু দিন ধরে দেখা যাচ্ছে যে বিটকয়েনটক এখন এতটাই আপডেট হচ্ছে এখানে মাল্টিপল একাউন্ট অ্যালাউ হবে না। এখানে নিয়ম কানুন না মানলে হবেনা। এখানে এলোমেলো কোন কিছুই অ্যালাউ হবে না।

আর মাল্টিপল একাউন্ট ব্যবহার না করে আপনারা রিয়েল আইডি দিয়ে নিয়ম কানুন জেনে স্টেপ বাই স্টেপ এগিয়ে যান তাহলে মাল্টিপল একাউন্ট লাগবে না আপপনি রিয়েল আইডি নিয়েই ভালো কিছু করতে পারবেন।

আর যারা নতুন তারা এই বিষয় গুলো সম্পর্কে সুন্দর ভাবে ধারণা রেখো এবং জেনে শুনে কাজ করো ককোন সমস্যা হবেনা ।ইনশাআল্লাহ
ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ মস্তিষ্কে কাজ করুন আবার ও বলবো মাল্টিপল একাউন্ট ব্যবহার থেকে দুরে থাকি।

ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য পেলে একদিন অনেকদূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। এখানে যারা সিনিয়ররা আছে তারা যদি সাহায্য করেন তাহলে সব বিষয় বুঝতে সুবিধা হবে।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Harrisonn
on 11/12/2021, 04:37:30 UTC
আসলামুআলাইকুম,
আমরা অনেকেই আছি যারা একাধিক আইডি ব্যবহার করতেছি একাধিক আইডি ব্যবহার করে বাউন্টিতে জয়েন করতেছি বাউন্টিতে প্রতারণা করতেছি এই মন মানসিকতা থেকে আমরা সবাই বেরিয়ে আসি তাহলে এক সময় কিন্তু বাংলাদেশীদের জন্য একটি বড় বিপদ ডেকে আনবো কখন আমরা নিজেরাই বুঝতেই পারব না।
বিশেষ করে আমরা বাংলাদেশীরা ছাড়া আছি একাধিক আইডি ব্যবহার করে বাউন্টিতে জয়েন করতেছে তাদেরকে চিটার উপাধিতে ভূষিত করা হচ্ছে অনেক বাউন্টিতে দেখতে পাচ্ছি ইদানিং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় টা খুবই লজ্জাজনক যে আমরা বাংলাদেশীরা এরকম চিটারি বাটপারি তে আছি বর্তমানে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ।
এর সাথে সাথে আমাদের মন-মানসিকতার কিন্তু পরিবর্তন আনতে হবে তা না হলে কিন্তু আমরা এই ফোরাম কে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো না এই ফোরামকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে আমাদের অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু ফোরামকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সেজন্য আমাদেরকে ভালো এবং মানসম্মত পোস্ট করতে হবে যাতে করে অন্যরা উপকৃত হয় এরকম পোস্ট করতে হবে ।

সবশেষে আমি বলব যে আমাদেরকে অবশ্য অবশ্যই ফোরামের নিয়মকানুন রুলস কিন্তু মেইনটেইন করে চলতে হবে এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে তাহলে আমরা একদিন এই ফোরামকে অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ।
Post
Topic
Board Bounties (Altcoins)
Re: 🕵🏻‍♂️ [BOUNTY DETECTIVE] 🔵Peachfolio - $8,000 WORTH OF PCHF REWARD POOL🔵
by
Harrisonn
on 08/12/2021, 12:36:11 UTC
Rr
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশের স্থানীয়: বিটকয়েন নিয়ে আলোচনা
by
Harrisonn
on 04/12/2021, 06:12:30 UTC
এই পোস্টটা Bitcoin In South Africa  এর Forum  এর অনুবাদ।

হ্যালো দক্ষিণ আফ্রিকা,

Artis Turba সম্প্রতি তাদের এক্সচেঞ্জ চালু করেছে যা ব্যবহারকারীদের Bitcoin, Ethereum, ARTIS কেনার অনুমতি দেয় এবং শীঘ্রই Digibyte, Ripple, Tron, Stellar, LTC, Dash, Monero,... এবং আরও অনেক কিছু অনুসরণ করবে।

ARTIS ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন থেকে উৎপন্ন ট্রেডিং আয়ের একটি অংশ উপার্জন করার অনুমতি দেয় এবং এটি উপার্জন করার এবং এমনকি ক্রিপ্টো লেনদেনে সঞ্চয় করার একটি দুর্দান্ত উপায়।

আমি আশা করি আপনি বলছি এটা চেক আউট হবে!

https://artisturba.com