Search content
Sort by

Showing 17 of 17 results by Morshedbns
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 22/12/2024, 19:14:37 UTC
বাজার বিশ্লেষকদের মতে, 2025 সালের প্রথম ত্রৈমাসিকে ইথার তার আগের সর্বকালের সর্বোচ্চকে ছাড়িয়ে যেতে পারে। Shocked
 আপনাদের ভবিষ্যদ্বাণী কী? জানাবেন সকলে কি হতে চলেছে ইথারের উপর Cheesy

যদি আপনি প্লেজিয়ারিজমের জন্য নিষিদ্ধ হতে না চান, তবে আপনি যে উৎস থেকে টেক্সটটি নিচ্ছেন তার লিঙ্ক উল্লেখ করতে শিখুন।

If you do not want to get banned for plagiarism, then learn to indicate a link to the source from where you take the text.
প্লেজিয়ারিজম সম্পর্কে আমার জানা ছিল না। ধন্যবাদ আপনাকে বিষয়টি সম্পর্কে আমাকে অবগত করার জন্য। পরবর্তী থেকে নিশ্চই আমি এই বিষটি সংশোধন করব।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 14/12/2024, 15:23:02 UTC
বাজার বিশ্লেষকদের মতে, 2025 সালের প্রথম ত্রৈমাসিকে ইথার তার আগের সর্বকালের সর্বোচ্চকে ছাড়িয়ে যেতে পারে। Shocked
 আপনাদের ভবিষ্যদ্বাণী কী? জানাবেন সকলে কি হতে চলেছে ইথারের উপর Cheesy
Post
Topic
Board Politics & Society
Re: MONEY!!!
by
Morshedbns
on 10/12/2024, 16:34:34 UTC
Money decides everything, if there is no money, there is no life. Capitalism!
Your idea is completely wrong, money cannot fix everything. Some things cannot be fixed even if you pay crores of money.
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 04/12/2024, 18:42:25 UTC
ভাইসকল কী অবস্থা? অনেকদিন পর এলাম Wink কেউ কিছু শিখিয়ে দিতে পারেন। আমি সম্পূর্ন নতুন। Kiss
জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কিরকম আছেন। আপনাকে আমি অনেকদিন আগে পড়া মেয়ে দেখেছিলাম যখন আপনি নতুন জয়েন করে বাংলা থ্রেডে এসে পোস্ট করেছিলেন।

আপনাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ডিরেকশন দিয়েছিলাম আপনি সেটা ফলো করছেন কিনা জানিনা। যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই ভালো আর যদি ফলো না করে থাকেন ভাই তাহলে অবশ্যই ফলো করবেন। ফোরাম সম্পর্কে জানার জন্য যথেষ্ট পরিমাণ তথ্য সেখানে দেওয়া আছে। আর ভাই যদি শিখতে চান জানতে চান তাহলে অবশ্যই সময় দিতে হবে সময় দিয়ে আপনাকে আস্তে আস্তে শিখতে হবে।

আর ভাই আপনি আজকে অনেকদিন পর এসে একটা পোস্ট করলেন পোস্টে আপনি বলেছেন যে কেউ কিছু শিখিয়ে দিতে পারেন আমি সম্পূর্ণ নতুন। এখানে আমার কথা হচ্ছে আপনাকে শিখানোর জন্য কোন ট্রপিক প্রয়োজন আসলে আপনি কি সম্পর্কে বা কোন টপিকে জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন। আপনার যে কথাগুলো এখানে প্রকাশ করেছেন সেই কথাগুলোর কোন সাবজেক্ট নেই। যে প্রশ্নের সাবজেক্ট নেই তাকে তাহলে কিভাবে বুঝাবো ভাই বলেন? সেহেতু আপনি কি শিখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন এই বিষয়গুলো ক্লিয়ার ভাবে প্রশ্ন করবেন ভাই তাহলে অন্যজনদের আপনাকে বোঝাতে সাহায্য হবে। এখন ধরেন এরকম প্রশ্ন করলাম যেটার কোন সাবজেক্ট নেই তাহলে অন্য জন এসে আপনাকে কি বোঝাবে বলেন? সেই তো আমার কোন কথায় আপনি মন খারাপ করবেন না ভাই আমি ভালোর জন্যই বললাম আপনার। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন।

আপনাকে ফোরাম সম্পর্কে শেখার জন্য আমি আবারও সেই তথ্যগুলো দিয়ে দিচ্ছি আপনি এগুলো ভালো করে পড়বেন এবং শিখবেন। কোন সমস্যা হলে অবশ্যই সেগুলো এখানে প্রশ্ন করতে পারেন অভিজ্ঞ ভাইয়েরা আপনাকে সমাধান করে দেবে।


আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে পারেন একবার তাহলে ফোরাম সম্পর্কে টোটালি সবকিছু বুঝা যাবে। আর না বুঝলে এখানে কোশ্চেন করবেন সকলে এসে আপনাকে বুঝিয়ে দেব। অনেক ফ্রেন্ডলি অনেক ভালো।

Crypto Library ভাইয়ের সাজানো কিছু দিংক শেয়ার করলাম পরে নিয়েন খুব ভালো জানতে পারবেন।

আপনি যেভাবে লিষ্ট করেছেন, এভাবে না করে, প্রত্যেকটা পোষ্ট এর একটা করে টাইটেল দিয়ে মাস শেষে এক পোষ্ট এ এগুলো সংগ্রহ করা যেতে পারে। এতে করে পোষ্ট গুলো নেভিগেট করা অনেক সহজ হবে। আপনার উদ্দেশ্য অন্যরকম হতে পারে। তবে আপনার এই পোষ্ট থেকেই আমার আইডিয়াটা তৈরী হলো। তবে এর নাম মেরিট হান্টিং পোষ্ট হবে না। এর নাম হবে ইনফরমেটিভ পোষ্ট আরকাইভ! সকলেই এই ব্যাপারে মতামত জানাতে পারেন।
ব্যাপারটা আসলেই সুন্দর হবে আমার মাথায় এর আগে থেকে একটা আইডিয়া ছিল। যদিও ফোরামে সরাসরি শেয়ার করা হয়নি।  কথাগুলো বলার আগে প্রথমেই বলে নেই আমাদের লোকাল থ্রেডটা কিন্তু অন্যান্য লোকাল বোর্ড থেকে অনেকটা গুছানো। যেমন নতুন একজন ব্যক্তি যে ইংরেজি কম বুঝে কিন্তু এই ফোরাম সম্পর্কে বা এই ফোরামে কাজ করতে চায় তার জন্য প্রাথমিক যা যা দরকার তা কিন্তু সুন্দরভাবে এডিট এর মাধ্যমে আমাদের লোকাল থ্রেড এ উপস্থাপিত রয়েছে।
এখন আমার আইডিয়াটা হলো গিয়ে আপনি যেমন ইনফরমেটিভ পোস্ট আর্কাইভ নাম বললেন এই ধরনের আরো কয়েকটা লিংক যদি আমাদের থ্রেডের টপিক  এর প্রথম পেজে  BitCoinDream ভাই এডিট করে বসিয়ে দেয় তাহলে আমাদের লোকাল থ্রেডটা অনেকটা লোকাল বোর্ডের মতন করা যাবে, মানে বিষয়টি আর একটু বুঝিয়ে বলি আমাদের ফোরাম এর মেটাবোর্ডে সাধারণত কি রিলেটেড আলোচনা হয়? - এখানে ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট এবং বিভিন্ন ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়।
তো আমাদের প্রথম পেজে যদি এরকম কয়েকটা পোস্টের লিংক বসানো যেত -

আরো এরকম কয়েকটা করা যেতে পারে এখানে পোষ্টের  ভিতরে পোষ্টের লিংক থাকবে। মূল কথা এক একটা পোস্টকে ওইসব ভালো পোস্টগুলোর লিংক বসিয়ে রেগুলার আপডেট করবে,  আর যে যে বিষয়ে পারদর্শী তাকে  সেইসব ইনফরমেটিভ পোষ্ট  করার জন্য সিলেক্ট করতে পারেন(),  এজন্য মূলত আমাদেরকে প্রথম  ভাবে BitCoinDream ভাই এর  সহযোগিতা লাগবে। আশা করি আমি যে বিষয়টা বুঝাতে চেয়েছি বিষয়টা বুঝতে পেরেছেন,  এতে করে নতুন যারা থাকবে তাদের জন্য  ফোরামে   উন্নতি করতে সুবিধা হবে।  শুরুতেই যদি সব কিছু লিস্ট আকারে গোছানো থাকে।


আমার কিছু বাংলায় করা পোস্ট যেগুলোকে নোট করে রেখেছিলাম
১. এক ক্লিকে নিনজা স্পেস
২. BPIP এক্সটেনশন মোবাইলে ব্যবহার করার পদ্ধতি
৩. কোনো পোস্ট বা টপিকে টোটাল মেরিট দেখার উপায়
৪. পাবলিক প্লেসে  নাম হাইড করার পদ্ধতি
৫. কিছু হিডেন  বিবি কোড
৬. প্রাইভেট কি নিরাপদ রাখার উপায়! উদাহারন
৭. "₿" লোগো প্রকাশের দিন
৮. কাস্টম ইউজার নোট এবং কোড গুলোকে ক্লিক বোর্ডে কপি করার ইউজার স্ক্রিপ্ট
৯. কিভাবে ছবিপোস্ট করব ?
১০. বিনান্স পিটুপি লেনদেন করার কিছু সতর্কতা
১১. আসিতেছে............

ইংরেজিতে যেসব ট্রান্সলেট করা হয়নি অথবা হয়েছে  নোট করতে ভুলে গিয়েছিলাম  তাই ইংরেজের লিংকটা দিয়ে দিলাম
1. Some Shortform and their Fullform
2. What is BTC Segwit address?
3.  📸Get quick Image address for posting in forum from Screenshots & +++...

অসংখ্যা ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর করে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার পরামর্শে আমি অনেক উপকৃত। আসলে ভাই আমি ফোরামে একদম নতুন এক বড় ভাইয়ের পরামর্শে এইখানে আশা। আমার এখনো অনেক কিছু জানার এবং বুঝার বাকি। আশা করছি আপনার দেওয়া পরামর্শে অনেক কিছূই শেখা যাবে। তাই আবারো ধন্যবাদ। এবং পরবর্তীতে আরো কিছু জানার থাকলে প্রশ্ন করব আপনার কাছে।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Morshedbns
on 02/12/2024, 10:44:02 UTC
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍
ভাই এখানে কেউ দেখি হেল্পও করে না এবং কিছু তথ্য চাইলে দেই না। কেমন ডা লাগে😒
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 30/11/2024, 15:45:01 UTC
ভাইসকল কী অবস্থা?
     অনেকদিন পর এলাম Wink
      কেউ কিছু শিখিয়ে দিতে পারেন। আমি সম্পূর্ন নতুন। Kiss
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 20/08/2024, 18:19:31 UTC
Dogs কয়েন bybit এ কখন লিস্ট হবে কেউ জানেন? জানাইলে উপকৃত হবো
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 11/08/2024, 17:32:01 UTC
বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির প্রতিষ্ঠার খুশিতে আমার হিন্দু ভাই ব্রাদাররা যেভাবে উল্লাস করেছেন, মন্দির ভাঙ্গার খুশিতে কোনো মুসলিমকে এভাবে উল্লাস করতে দেখি নাই বরং সাহায্যের জন্য এগিয়ে যেতে দেখেছি।😪😪
৥ স্চমিতা রাই😍
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 10/08/2024, 06:41:24 UTC
নোবেল পুরষ্কারের আশায় ১৪ লাখ রোহিঙ্গা দেশে জায়াগা দিয়েছিল। কিন্তু দূর্ভাগ্যক্রমে নানি আজ নিজেই রোহিঙ্গা Grin
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 09/08/2024, 19:20:13 UTC
ঠিক একই ক্রিকেট খেলোয়ার মাশরাফি তিনি ও অনেক জঘন্য যার কারণে মাশরাফির বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

বুঝলাম... কিন্তু রাহুল আনন্দের বাড়ি জ্বালানো হইলো ক্যান? উনি তো ছাত্র আন্দোলন সমর্থন করছিলেন!
এইগুলো ছাত্রতে নাম ভাঙ্গিয়ে ঐ আওয়ামী লীগের দালাল গুলোর কাজ
Post
Topic
Board Other languages/locations
Re: আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?
by
Morshedbns
on 08/08/2024, 19:59:11 UTC
            https://imgbb.online/images/2020/03/24/20200321_105521.jpg

 একটি বিশেষ দ্রষ্টব্য :


আমাদের মধ্যে অনেকেই আছি যারা বিটকয়েনটকে নতুন এমনকি আমিও নতুন|কিন্তু অনেকেই নতুন হিসাবে কিভাবে শুরু করবেন বা কিভাবে Merit পাবেন সেই বিষয়গুলো নিয়ে চিন্তিত| তাই আমি নিম্নক্ত পোস্টটি ইন্দোনেশিয়ান ভাষায় masulum এর লেখা Newbe Guideline সম্পর্কিত একটি পোস্টকে বাংলাতে রুপান্তরের চেষ্টা করেছি পাশাপাশি আমার নিজস্ব মতামত থেকেও কিছু লেখার চেষ্টা করেছি | আর হ্যা, অবশ্যই পোস্টটি অনুবাদ করার আগে   masulum এর অনুমতি নিয়ে করেছি | যাতে যারা শুরুর দিকে আছেন তারা সঠিক গাইডলাইনটা বাংলাতে পায় | আর আপনারা চাইলে আসল পোস্টটি দেখে আসতে পারেন | আর পোস্টের যেখানে যেখানে সীমাবদ্ধতা বা ভুল রয়েছে সেটা ধরিয়ে দিয়ে সহযোগিতা করারও অনুরোধ রইলো |







সান্দ্রতাপূর্ণ বা স্টিকি থ্রেড পাঠ করুন

বিটকয়েনটক ফোরামটির প্রত্যেকটি বোর্ডেই একটি করে স্টিকি বা সান্দ্রতাপূর্ণ বা স্টিকি থ্রেড তৈরী করে দেওয়া হয় যাতে আমরা সহজেই বিষয়বস্তু আনুসারে তথ্য খুজে পেতে পারি|তাছাড়া আমরা যেহেতু নতুন হিসেবে কাজ শুরু করেছি তাই ভুল থেকে বাচতে আমাদের সঠিক দিক নির্দেশনা এবং একটা মানদণ্ডের  প্রয়োজন|ইন্দোনেশিয়াসহ (SFI) বিভিন্ন দেশের উপ-ফোরামগুলিতেও কিভাবে শুরু করবেন সেটাকে ভালোভাবে বোঝানোর জন্য এই সম্পর্কিত কিছু স্টিকি বা সান্দ্রতাপূর্ন থ্রেড তৈরী করা হয়েছে যেগুলো পড়ার মাধ্যমে কিভাবে শুরু করতে হয় সে বিষয়ে বিস্তারিত  জানতে এবং বুঝতে পারবেন|






 আপনি কি মেরিট (Merit)  চান?তাহলে আপনার করা পোস্ট, মন্তব্য বা কমেন্টের উপর বেশি মনোযোগ দিন|

মেরিট আপনি অবশ্যই পাবেন তবে প্রথমত আপনাকে মেরিটের পিছনে না ছুটে আপনার পোস্ট কিনবা কমেন্টের উপর বেশি মনোযোগ দিতে হবে|আপনার জানা কোনো তথ্য থাকলে সেটাকে শেয়ার করুন|তাছাড়া আপনি যে বিষয়ে নিজিকে বেশি পারদর্শী মনে করেন বা আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সেটাকে শেয়ার করুন|
আর হ্যা,মনে রাখবেন শুধু বাংলা থ্রেট নিয়ে আলোচনা করলে হবে না।  আপনাকে মেরিট পেতে হলে অবশ্যই বিটকয়েন ডিসিকাশন,  মেটা,  ইত্যাদি অন্যান্য থ্রেট এ মানসম্মত পোষ্ট করতে হবে।  কাউকে সাহায্য করুন অথবা যুক্তিসম্মত পোষ্ট করুন।  আর অবশ্যই এমন কোন পোষ্ট করবেন না যেই পোষ্ট ওই থ্রেট এর জন্য নয়।পোস্টের গুনগত মান এবং উপরের বিষয়গুলো ঠিক রেখে পোস্ট করলে অব্যশ্যই আপনি Merit পাবার যোগ্যতা রাখেন |






ফোরামে আপনার অবদানের উপর মনোযোগ রাখুন|

আচ্ছা আপনি কি কিংবদন্তি হতে চান?দ্রুততর সময়ে হাজারো Merit অর্জন করতে চান?তাহলে নিয়মিত ভালো কোনো কাজের মাধ্যমে সবার সামনে আপনার প্রয়োজনীয়তা তুলে ধরুন|
আবার আপনি কি সবার সম্মানের পাত্র হতে চান?
তবে আপনার অবদানটা সবার সামনে তুলে ধরুন|
তাছাড়া আপনার কাজের স্বাক্ষর রাখার জন্য Campaign খুজে না পাবার বিষয়ে খুব বেশি সিরিয়াস হবেন না| এছাড়াও আপনাকে আপনার র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতেই হবে সেটা কোথাও উল্লেখ করা নেই | সুতরাং আপনি র‌্যাঙ্কিং কিংবা ম্যারিটের উপর বেশি ফোকাস না করে আপনার পোস্ট কিংবা কমেন্টের মান এবং ফোরামে আপনার প্রয়োজনীয়তার উপর বেশি মনোযোগ দিন তাহলেই আপনি আপনার র‌্যাঙ্কিং এবং ম্যারিট দুটাতেই খুব দ্রুত উন্নতি করতে পারবেন|





কোনো ক্যাম্পেইনে অংশ নেবার আগে শিখে নেওয়ার সুযোগটা কাজে লাগান


আপনার Newbe থাকাকালীন সময়ে এই ফোরামটি অঅনেককিছু শিখতে এবং বুঝতে সাহায্য করবে|প্রথমত আপনাকে চিপমিক্সারের স্বাক্ষর (Signature)-কারীদের মতো একমাসে প্রচুর অর্থ উপার্জনকারীর মানসিকতা পোষন করা যাবে না|কারন সবকিছুর জন্যই নির্দিষ্ট সময় এবং প্রক্রিয়া রয়েছে| আপনাকে সেই প্রক্রিয়াগুলোকে পার করে আসতে হবে| তাই সেই নিজের উপর বেশি চাপ প্রয়োগ না করে প্রসেসটাকে উপভোগ করুন এর সুফল পরে আপনি নিজেই পাবেন|




কোনো ক্যাম্পেইনে অংশ নেবার আগে শিখে নেওয়ার সুযোগটা কাজে লাগান

আপনার Newbe থাকাকালীন সময়ে এই ফোরামটি অনেককিছু শিখতে এবং বুঝতে সাহায্য করবে|প্রথমত আপনাকে চিপমিক্সারের স্বাক্ষর (Signature)-কারীদের মতো একমাসে প্রচুর অর্থ উপার্জনকারীর মানসিকতা পোষন করা যাবে না|কারন সবকিছুর জন্যই নির্দিষ্ট সময় এবং প্রক্রিয়া রয়েছে| আপনাকে সেই প্রক্রিয়াগুলোকে পার করে আসতে হবে| তাই সেই নিজের উপর বেশি চাপ প্রয়োগ না করে প্রসেসটাকে উপভোগ করুন এর সুফল পরে আপনি নিজেই পাবেন|

তথ্যেঅনুযায়ী, BTC( বিটকয়েন) পেইড ক্যাম্পেইনগুলোতে Newbe মেম্বারদের গ্রহন করা হয় না| সুতরাং সঠিক নিয়মকানুন না পড়েই Newbe থাকা অবস্থায় BTC পেইড ক্যাম্পেইন গুলোতে উচ্চাকাঙ্ক্ষীর মতো রেজিস্ট্রেশন করে স্পামিংয়ে জড়াবেন না | Newbe হিসেবেও উচ্চ পর্যায়ের(Highly Ranked) সদস্যদের মতো কোয়ালিটিসম্পন্ন পোস্ট/কমেন্ট  করুন| তবে তার জন্য আপনাকে  অভিষেককানা(abhiseshakana) কিংবা রাইসিলিক(roycilik) -দের মতো রোল মডেল হবার দরকার পড়বে না| আপনি শুধু আপনার নিজের মতো হোন|বিনয়ীভাবে সবারসাথে মেলামেশা করুন, একে অন্যকে সম্মান করুন, কেউ কারো প্রতি আক্রমনাত্নক কিংবা ঈর্ষাহ্নিত না হয়ে একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করুন| তাহলে আস্তে ধীরে দেখবেন আপনি সেই ফোরামের একজন গুরুত্বপূর্ণ সম্মানী ব্যাক্তি হয়ে উঠেছেন|





কারো প্রতি হিংসা,ঈর্ষা বা আফসোস না করে তাদের মধ্যে থেকে অনুপ্রেরণা খুজুন |


আপনি ট্রেডিং এক্সপার্ট নন,মাইনিং সম্পর্কে ভালো ধারনা নেই,আপনি প্রোগ্রামার কিংবা ব্লকচেইন বিশেষজ্ঞ নন কিন্তু অন্যরা আপনার থেকে অনেক এগিয়ে এতে হতাশ হবার কিছু নেই |কারন, একবার চিন্তা করে দেখুন আপনার থেকে নিচের লেভেলে যারা আছে তারা আপনার লেভেলে ওঠার জন্য চেষ্টা করছে | সুতরাং আপনি যে লেভেলে অবস্থান করছেন সেটাও কম সম্মান কিংবা কম গুরুত্বপূর্ণ নয়| তাই নিজ নিজ অবস্থানে খুশি থেকে আপনার চেয়ে উপরের অবস্থানের সদস্যদের থেকে আনুপ্রেরনা নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করুন|নিজের কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে সেটাকে খুজে বার করার ও সমাধানের চেষ্টা করুন |




আপনার ভেতরে থাকা সামান্যতম জ্ঞানকে শেয়ার করুন |


আপনার শেয়ার করা কোনো তথ্যে যদি কেউ উপকৃত হয় তাহলে অন্য সবার কাছেও আপনি প্রশংসার পাত্র হয়ে উঠবেন| তবে এটার জন্য  আপনাকে পাহাড় সমান জ্ঞাণের অধিকারী হবার দরকার নেই | অবশ্যই এটা আপনার ফোরামে থাকা অবস্থাতেই করতে হবে | যদিও শুরুটা আপনাকে Newbe হিসেবেই করতে হবে কিন্তু তারপরও চেষ্টা করবেন আপনার চিন্তাধারা এবং কাজের পদ্ধতিতে যেনো একটা প্রফেশনাল ভাব বজায় থাকে|আপনার মধ্যে থাকা সকল ইতিবাচক বিষয়গুলোকে শেয়ার করুন এবং সবার সাথে সহমর্মিতা বজায় রাখুন |



আপনার লেখার  বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকুন |

আপনার  করা কমেন্ট / পোস্টে যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেই বিষয়ের বাইরে যাবেন না | যদি বুঝতে পারেন আপনার আলোচবার বিষয়বস্তুুর মধ্যে অন্য কোনো বিষয় ঢুকে পড়েছে আপনার একাউন্ট টি স্পামে পড়ার আগেই অবান্ছনীয় লেখাগুলোকে তৎক্ষণাত মুছে ফেলুন |



আপনার পোস্টে সবাই মনোযোগ দিচ্ছে কিনা কিভাবে বুজবেন?

যদি কেউ কখনো আপনার পোস্টকে মডারেটরের কাছে উপস্থাপন করে তাহলে বুঝবেন সদস্যগন আপনার পোস্ট পড়ছে এবং মনোযোগও দিচ্ছে | তারা চাইছে আপনি আপনার কার্যকলাপগুলো ফোরামে অব্যাহত রাখুন |



বর্তমান  ফলাফলে সন্তুষ্ট থাকুন এবং সেটাকে উপভোগ করুন |

উপরের সকল প্রক্রিয়াগুলো অনুসরনের পর এখন যে ফল পাচ্ছেন সেটা যদি সন্তুষ্টিজনক নাও হয় তাহলে হতাশ না হয়ে সেটাকে উপভোগ করুন | কারন আপনি যেটা শিখেছেন বা শিখিয়েছেন সেটাকে সবসময় ফলাফল দিয়ে বিবেচনা করবেন না |কারন আপনার ভালো কাজের পুরস্কার দেরিতে হলেও একদিন পাবেনই | আগে আপনি ট্রেডিং সম্পর্কে জানতেন বা তেমন বুজতেন না এখন কিছুটা হলেও বোঝেন,আগে কোনটা স্কেম প্রোজেক্ট বা কোনটা লেজিট প্রোজেক্ট শনাক্ত করতে পারতেন না কিন্তু এখন সেটা কিছুটা হলেও শিখেছেন | নিজের এরকম ছোট ছোট সফলতাকে উপভোগ করুন | কেননা আপনার অর্থের চেয়ে জ্ঞানই মূল্য অনেক বেশী |


নিজেকে সর্বোত্তম মনে না করা |

আপনি যতই উচ্চস্তরের সদস্য বা অত্যন্ত জ্ঞানী হোন না কেনো নিজেকে সর্বোত্তম মনে করবেন না| কেননা "লোকে যাকে বড় বলে বড় সেই হয়|" আর মানুষ মাত্রই ভুল করে তাই নিজেকে সবার সেরা ভাবার কোনো মানেই হয় না | তাই নিজের ভুলত্রুটিগুলো বা উন্নতির জায়গাকে খুজে বের করে নিজেকে সংশোধন ও নিজের উন্নতি করার চেষ্টা করুন |

 
উপরোক্ত বিষয়গুলো অনুসরন করলে আশা করি আপনি দ্রুতই আপনার অবস্থার উন্নতি করতে পারবেন |আর এই পোস্টটি পড়ে যদি কেউ কিন্ঞ্চিত পরিমাণও উপকৃত হন তবেই আমার এই লেখাটি সার্থক হবে | এতক্ষন সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে |

পোস্টটি পড়ে অনেক উপকৃত হলাম। আমি নতুন হিসেবে অনেক তথ্য জানতে পারলাম। আমার মনে হয় এইটা শুধু নতুনদের জন্য না সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছি
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 08/08/2024, 06:35:51 UTC
ক্রিপ্টো শিল্পের পরিপক্ক হওয়ার সাথে সাথে বাউন্টি প্রচারাভিযান বিকশিত হবে, আরও পরিশীলিত এবং সংহত হবে। আমরা আরও কঠোর নির্দেশিকা, মূলধারার প্রকল্পগুলির দ্বারা বর্ধিত গ্রহণ, এবং প্রক্রিয়াটিকে প্রবাহিত করার জন্য উত্সর্গীকৃত প্ল্যাটফর্মগুলির উত্থানের প্রত্যাশা করি৷ নিছক প্রচার থেকে প্রকল্পের প্রকৃত বর্ধনের দিকে জোর দেওয়া হবে, প্রকল্প এবং সম্প্রদায়ের মধ্যে একটি সিম্বিওটিক সম্পর্ক গড়ে তুলবে। Wink
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 07/08/2024, 18:18:42 UTC
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে যাওয়া নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বুধবার (৭ আগস্ট) ফ্রান্স থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
 
তিনি বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকায় পৌঁছাবেন।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 30/07/2024, 10:28:00 UTC
রক্তের রং লাল। শহীদদের প্রতি ফোঁটা রক্তের বিচার না নিয়ে রাজপথ ছারবো না।✊
সরকার ঘোষিত নাটকীয় শোক সারাদেশ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।✊
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 15/07/2024, 05:32:52 UTC
কিভাবে নিরাপদ ক্রিপ্টো বাউন্টি ক্যাম্পেইন নির্বাচন করবো? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 15/07/2024, 05:22:06 UTC
একটি ক্রিপ্টো বাউন্টি ক্যাম্পেইন কি? Wink
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Morshedbns
on 06/07/2024, 18:56:11 UTC
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍