ভালো করে পড়ে দেখুন থেয়মস কি লিখছে। নির্দিষ্ট কিছু মেম্বারদের শুধু মাত্র মেরিট সোর্স করা হয়েছে এবং মূলত তারাই ফোরামে অধিক মেরিট সেন্ড করে।! আপনি যেটা বলছেন সেটা মিলে না স্টাফদের কথার সাথে। ফোরামে যারা অধিক মেরিট বিলায় বেড়ান মূলত সেই
লিস্ট তা দেখলে একটু ধারণা করা যায় কারা মেরিট সোর্স।
ওইটা ইনিশিয়াল ছিল।এখন দেখেন আপনি যেমন ভাবছেন ব্যাপারটা তেমন না।মেরিট সোর্সের নিয়মগুলো মানলে আপনিও মেরিট সোর্স হতে পারবেন।অবশ্য ওই পোস্টের নিচে কিভাবে মেরিট সোর্স হতে হয় সেটাও লিখা ছিল যা আপনি হয়ত পড়েন নাই নাহলে আপনার যুক্তিকে উপরে রাখার জন্যে এড়িয়ে গেছেন।জাস্ট কিডিং।
এই পোষ্টে ৫ টা মেরিট very lol
আমি বলব না আমার পোস্ট মেরিট ডিসার্ভ করে। কিন্তু যে পোস্ট গুলো মেরিট পাচ্ছে তাদের চাইতে মনে হয় ভালো ছিল, লল।নিজের প্রশংসা।
এইটা হল আল্টারনেটিভ একাউন্ট বড় করার ওয়ে।বুঝেন ই তো।ভাই ব্রাদার যাদের আছে তারা নিজেরা নিজেদের মেরিট দেবে।আই মিন মেরিট এবিউজ।