বিন্যন্স (Binance)এ কাজ করার জন্য আমাকে কি করতে হবে...
আগে আপনার বিন্যান্স সম্পর্কে পরিপূর্ন ধারনা থাকতে হবে। ক্রিপ্টো ট্রেডিং এ পরিপূর্ন ধারনা থাকলে তবেই আপনার বিন্যান্স এ কাজ করা উচিত। আর আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে আপনার ট্রেডিং বিষয়ে বিশেষ কোন অভিজ্ঞতা নেই।তাই আমি আপনাকে বলব প্রথমে ইউটিউব এ ট্রেনিং নিয়ে বাংলা টিউটোরিয়াল গুলো দেখুন এবং কিছু ডেমো ট্রেডিং সাইটে অভিজ্ঞতা অর্জনের জন্য ট্রেডিং করুন।
আমি আপনাদের সদস্য হয়ে কাজ করতে চাই,তাই আমার কি করতে হবে, দয়া করে সাহায্য করুন..
আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব এর জন্য আপনি বিস্তারিত লিখে এখানে পোস্ট করতে পারেন যাতে আপনি সঠিক দিকনির্দেশনা পান। এখানে অনেক সিনিয়র ইউজার আছেন যারা আপনাকে যে কোন বিষয়ে সাহায্য করতে পারে।
কি কাজ করলে মেরিট পাওয়া যাবে,
মেরিট পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে এই ফোরামে কোন অবাঞ্চিত পোস্ট না করে শুধুমাত্র কোয়ালিটিফুল বা সর্বোত্তম পোস্ট করা। এটা আপনি করতে পারেন কাউকে সাহায্য করে, আবার কোন স্পাম বাস্টিং করে, আরো নানা উপায়। মোটকথা ফোরামে আপনাকে সব রুলস মেনে কোন কপি পেস্ট ছাড়া এমন পোস্ট করতে হবে যা উপকারী হেল্প ফুল এবং অন্যান্য ফোরাম ইউজার তা পছন্দ করে। তবে তারা আপনার ওই পোস্টে মেরিট দিবে।
উদাহরণস্বরূপ: যেমন আমি এখানে আপনাকে সাহায্য করার চেষ্টা করছি, এভাবে মিনিট এর কথা চিন্তা না করে ফোরামে নিয়মিত পোস্ট করতে থাকুন যা গুরুত্বপূর্ণ এবং অপরের জন্য হেল্প করুন।
মাত্রই আপনার বিগত পোস্টগুলো অ্যাকাউন্ট থেকে চেক করে দেখলাম। আপনার বিগত পোস্ট গুলো দেখে মনে হচ্ছে আপনি অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য স্প্যাম পোস্ট করছেন। অবশ্যই আমার ধারণা যদি সত্যি হয়ে থাকে তাহলে তা থেকে বিরত থাকুন। কারণ এর মাধ্যমে আপনি ফোরামের রুলস ভঙ্গ করেন যা কিনা আপনার পথযাত্রার একদম শুরুর দিকেই।
শুভকামনা আপনার জন্য।
ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম। তবে ভালো করে ট্রেডিং করে কি ভাবে কেও বলবেন কি। কোন এক্সেনজার ট্রেড করলে ভালো ইনকাম হয় এবং কত ডলার দিয়া ট্রেড করলে ভাল ইনকাম হবে।আসলেই কি ট্রেড করে ভালো ইনকাম করা যায়।
হ্যা ট্রেডিং করে ভালো পরিমানের টাকা ইনকাম করা যায়। কিন্তু ট্রেডিং এর প্রফিট আপনার এক্সেঞ্জার এর উপর নির্ভর করেনা। আপনি কোন এক্সেঞ্জার এ ট্রেডিং করবেন তা সম্পুর্ন আপনার ব্যাক্তিগত ব্যাপার এবং কত ডলার আপনি ইনভেস্ট করবেন তাও আপনার নিজের সামর্থ্যের উপর নির্ভরকরে।
প্রফিট করার জন্য আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখিতে হবে। প্রথমত আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন কয়েন নিয়ে ট্রেডিং করবেন। এর জন্য আপনাকে মার্কেট রিসার্চ করে কয়েন সিলেক্ট করতে হবে। তারপর ঐ কয়েন কিনার জন্য প্রাইস পয়েন্ট বের করতে হবে। এটাও আপনি চার্ট এনালাইসিসকরে বের করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইউটিউবে সার্চ করুন।
শেষ করার আগে একটা টিপ্স দিবঃ যদি নতুন হয়ে থাকেন তাহলে অপিরিচিত টোকেন অথবা কয়েন নিয়ে ট্রেডিং না করাই ভাল, মার্কেটএর টপ কয়েন নক্যে ট্রেডিং করুন।
"আপনি ঐ পরিমাণ টাকা ইনভেস্ট করুন যেটা আপনি ক্ষতিপূরণ করতে পারবেন। কারন ট্রেডিং একটি রিস্কি বিষয়"
ঘরে থাকুন, সুস্থ থাকুন।
Apart from these listed above, there are also 5 posts, which I think is helpful for every new member in
, have also been mentioned from OP. All these posts, I believe, deserve more merit...
1.
2.
3.
4.
5.