Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 26/09/2020, 14:49:17 UTC
⭐ Merited by Cadaver20 (1)
@BitCoinDream আপনারে একটাই কথা কমু। Quote গুলা যখন করতেসিলেন, তখন বারো জনের বারো খান দেওয়া যাইলো না? ছয়খান যদি একজনের দেন, তাইলে আমাগো contribution এর আর কি মূল্য রইল?

আপনি যদি ভালো পোষ্ট করতেন, তাহলে তো অবশ্যই সেই লিস্টের অধিকাংশ জায়গা পাইতেন । আর আমি অনেকজনের পোষ্ট দেখি যারা কপি-পেস্ট এমনভাবে করে, যেটি সকলে বুঝতে পারে না।  Wink শুধুমাত্র সত্যিকারের ক্রিপ্টো-লেখক/প্রেমিরা বুঝতে পারে এবং সেটিতে মেরিট না পাওয়ায় আফসোস করে। কিন্তু তারা মনে করে যে, কপি-পেস্ট কইরা ভালোয় মেরিট পাইবো।

<---snip--->
আমার মতে DMG মইরা গেসে। এর আর কোনো ভবিষ্যৎ নাই।

DMG এবং Compound সবগুলো এখনো মাঠের এককোণায়। কারণ সবকিছুই মাঠ কাপায় বেড়ালেও দিন শেষে শুধুমাত্র আসল প্রজেক্টগুলো মাঠে থাকে । শুধুমাত্র বিটকয়েন ও ইথিরিয়াম আসল, মার্কেটে উত্থান পতন থাকলেও। তখনও সকলকে বলছিলাম যে, ডেফির হাইপ অনেক এবং এখন কিছুটা কমেছে। আর এই বছর শেষে হয়তো ডেফির হাইপও শেষ হয়ে যাবে, যেমনটা IEO এর ক্ষেত্রে ঘটেছে।