Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
BitCoinDream
on 27/09/2020, 12:44:35 UTC
আপনারা কেউ UNI/ETH pool অথবা Uniswap Liquidity Mining এ অংশগ্রহণ করেছেন কি? করে থাকলে অভিজ্ঞতা কেমন জানাবেন।

যারা বিষয়টা সম্পর্কে জানেননা, তারা আগে এইটা পরে নেন - https://uniswap.org/blog/uni/

আমি অংশগ্রহণ করেছি এবং মাইনিং রিওয়ার্ড তারাই বেশি পাবে, যারা লিকুইডিটি বেশি দিতে পারবে। আমি মূলত ETH-USDT পেয়ারে লিকুইডিটি দিয়েছি এবং সর্বমোট $২৫০ এর ETH-USDT জমা করতে লেগেছে ( মোট ডলারের ৫০% ETH এবং ৫০% USDT পেয়ারে দিতে লেগেছে) । আর ইথিরিয়াম নেটওয়ার্কের গ্যাস ফি বেশি হওয়াতে প্রতিটি ট্রান্সজেকশন করতে $১২ এর ইথিরিয়াম ট্রান্সজেকশন ফি দিতে লেগেছে । আমার ২টি ট্রান্সজেকশনে কম gwei ব্যবহার করায় বিফলে যায় এবং আমাকে $২৩ অতিরিক্ত ট্রান্সজেকশন ফি দিতে লাগে।তাই লিকুইডিটি প্রভাইড করার পর যখন Uni-Lp-Token টি মাইটিং অংশে জমা দিবেন, তখন একটু বেশি gwei কিংবা গ্যাস ফি ব্যবহার করিয়েন। নিচে আমার প্রতি সপ্তাহের রিওয়ার্ডের স্ক্রিনশট দিলাম।

https://i.imgur.com/OhaQ7fk.png


নোট: আমি যখন অংশগ্রহণ করি , তখন টোটাল ডিপোজিট ছিল মাত্র ২৫৬ মিলিয়ন এবং প্রতিসপ্তাহে ০.৫৪ UNI টোকেন পাওয়ার কথা ছিল । কিন্তু দিন দিন সকল হোয়েলস এখানে লিকুইডিটি দিতেছে , তাই প্রতি সপ্তাহে রিওয়ার্ডও কমে যাচ্ছে। তাই UNI মাইনিং করার ইচ্ছা থাকলে $২০০০ এর বেশি নিয়ে অংশগ্রহণ করুন , তা নাহলে ট্রান্সজেকশন ফি তুলতে পারবেন না। আর আমি সবকিছু জানতে চাই , এজন্য এটিতে অংশগ্রহণ করেছি। আশা করি ইয়েল্ড ফার্মিং নিয়ে একটি পোষ্ট লিখবো।  Wink
আমি UNI-ETH Pool এ liquidity দিয়েছিলাম। এই pool টা তো এখনো Liquidity Mining এ add ই হয়নি দেখছি। ১০০ UNI + ২ ETH মতো দেওয়া আছে। এক সপ্তাহে প্রায় ৪০ USD earning দেখাচ্ছে। যদিও ১০০ UNI আর ২ ETH ধরে রাখলে এর থেকে better position এ থাকতাম মনে হয়। Impermanent Loss হলো। Smart Contract execution failure এ আমারো দুইবার টাকা গেছে। তারপর slippage tolerance বাড়িয়ে ১০% করায় transaction front run করেছে।



@BitCoinDream আপনারে একটাই কথা কমু। Quote গুলা যখন করতেসিলেন, তখন বারো জনের বারো খান দেওয়া যাইলো না? ছয়খান যদি একজনের দেন, তাইলে আমাগো contribution এর আর কি মূল্য রইল?
আমি Merit Source application করেছি, Merit Rain application নয়। যে যা merit দিয়েছেন, স্বেচ্ছায় দিয়েছেন। আর Theymos এর নিয়ম অনুসারে recent time এর post quote করতে হতো। তাই গত চার মাসের মধ্যেই আমি সীমাবদ্ধ রেখেছি। নইলে এই thread এ আরো অনেক ভালো post আছে সেটা আমি জানি। তার বেশ কিছুতে আমি already merit দিয়েছি। বাকিদেরও অনুরোধ থাকবে, active user দের যদি পুরানো ভাল post খুঁজে পান, তাতে merit দেওয়ার জন্যে।



Merit পাওয়ার জন্যে আরো দুটি ভালো thread নিচে share করলাম আপনাদের সাথে...

১. [Merit] Hey Newbies! Can You Sign A Message?

২. [Merit] Help newbies and those who have a little left to the next rank