Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
pankowri
on 26/02/2021, 09:20:16 UTC
পেপাল সহ আরো কিছু payment system বাংলাদেশ এ যে অনুমোদন পাবে এটা কিন্তু আমরা কল্পনা করতে পারি নাই।
এটি আপনার কল্পনাতেই থাক। আর ভুল তথ্য ছড়াবেন না। যদি না জানেন তাহলে বলার দরকার নাই। যে জানে সে বলবে। শুধু শুধু ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না।

বাংলাদেশে পেপাল বৈধ নয়। বিটকয়েন চাইলেই আপনি ট্রানজেকশান করতে পারছেন, কিন্তু পেপাল চাইলেই ব্যবহার করা যায় না। পেপাল আসলে আমাদের দেশে মার্কেটপ্লেস এ কাজ করা ফ্রিলান্সারের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে।


Xoom কি paypal service এর মধ্য পড়ে না?
Paypal এর সার্ভিস আর Paypal, ২ টা ভিন্ন মনে হচ্ছে না? যেমন ধরুন, আপনার খোঁজ আপনাকে না জিগ্গেস করে আরেক জন থেকে নিলাম। আর আপনার খোঁজ আপনার থেকে নিলাম। দুইটা তো এক হয়নি ভাই।

যাই হোক, Paypal এর একটি সিস্টার কনসার্ন হচ্ছে Xoom. যেসকল দেশে PayPal বৈধ নয়, ঐসকল দেশে Xoom ব্যবহার করে মানুষ লেনদেন করে ব্যাংকে নিয়ে আসে।