ভালো হত যদি আপনি আরো বেশি বিস্তারিত লিখতেন এই ব্যাপারে। যেমন, এই স্লিপেজ টলারেঞ্জ টা আসলে কি রেফার করছে, এইটা বাড়ানো কমানোর সাথে সোয়াপ হওয়া কিংবা না হওয়ার সাথে সম্পর্ক কি। এইসব বিস্তারিত লিখলে ভালো হইত। তাহলে আরো ভালো করে বুঝতে পারতাম। আমি খুব বেশি ডেক্স ব্যবহার করি নি। আর প্যানকেক সোয়াপতো কখনো ব্যবহারই করিনি।
আমরা নরমালি জানি যে, ক্রিপ্টো মার্কেট অনেক বেশি ভোলাটাইল, হঠাৎ করেই প্রাইজ আপস এবং ডাউন হয়ে যায়। এক্সজেন্স করার সময়ে এই প্রাইজ ভোলাটাইল কমানোর জন্যই এই স্লিপেজ সেট করা হয়। উদাহরন হিসেবে ধরতে পারেন, মনে করেন আপনার কাছে একটা শিট কয়েন আছে যেটা আপনি এখন এক্সজেন্স করতে। এখন এক্সচেঞ্জ করার ঠিক ঐ সময়ে প্রাইজ সাডেনলি ২০% ডাউন হলো, এখন এই লস আটকাতে আপনি স্লিপেজ টলারেঞ্জ ৫% সেট করে রাখেন, তাহলে আপনাকে শো করা রেটের ৫% বেশী প্রাইজ আপ্স, ডাউন হলে, আপনি যে এক্সচেঞ্জটা করতে চাচ্ছিলেন ওইটা আর সম্পন্ন হবে না।
https://imgur.com/GrviGnJআপনি এই পিকেই দেখতে পারেন আপনি ধরেন ৫০ উএসডিটি দিয়ে ০.১৬৯৬৫ এর মত বিএনবি নিচ্ছেন; যার স্লিপেজ সেট করা ৬%, এখন বিএনবির প্রাইজ হঠাত করে এক্সচেজ করার ঠিক ঐ সময়ে ৬% চেঞ্জ হয়ে গেলো। তখন আর এ এক্সচেন্স আর হবে না। আপনাকে আবার পুনরায় চেষ্টা করতে হবে। এর জন্য অনেক সময়ে দেখবেন, মার্কেটে আসা নিউ টোকেন অথবা শিট টোকেন গুলো এক্সচেঞ্জ করার সময় স্লিপেজ টোলারেঞ্জ ১০/১৫% সেট করে রাখতে বলে। যেন, প্রাইজ ভোলাটাইলে হলে আপনাকে শো করা রেটের বেশি তারতম্য না হয়। ক্রিপ্টো মার্কেট ভোলাটাইল এর জন্য এই রকম পদ্ধতি গ্রহন করা হয়।