বর্তমান অনেকে সিনিয়র হওয়া সত্বেও নিয়ম মানে না তাহলে কেমনে যারা নতুন তারা মানবে।
কেউ যদি নিয়ম না মানে তাহলে "Report to mdoerator" এ প্রেস করতে পারেন। সেটা সিনিয়র হোক কিংবা জুনিয়র। আর সিনিয়ররা আপনাকে সহায়তা করবে এই আশা করার চেয়ে আপনি নিজে একটু ঘুরেন ফোরামে, সবই পেয়ে যাবেন। সেগুলোর মুল্যও থাকবে।
এইরকম কোন বাধ্যবাধকতা আছে বলে আমার জানা নেই। আপনি যদি দুইটা লোকাল ভাষা জেনে থাকেন দুইটাতেই কথা বলতে পারবেন, পোস্ট করতে পারবেন। নিষেধ নেই। এইখানে অফিসিয়াল নিয়ম বলতেও কিছু নেই। নরমালী আপনি যদি চট্টগ্রাম এবং সিলেট দুই জায়গার লোকাল ভাষা জানেন এবং কথা বলেন, আপনাকে কেউ নিষেধ করবে? না। এইখানেও মোটামুটি ওইরকমই নিয়ম। ত
গুগল ট্রান্সলেশন নিষিদ্ধ।