Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 25/09/2021, 03:57:38 UTC
বর্তমান অনেকে সিনিয়র হওয়া সত্বেও নিয়ম মানে না তাহলে কেমনে যারা নতুন তারা মানবে।
কেউ যদি নিয়ম না মানে তাহলে "Report to mdoerator" এ প্রেস করতে পারেন। সেটা সিনিয়র হোক কিংবা জুনিয়র। আর সিনিয়ররা আপনাকে সহায়তা করবে এই আশা করার চেয়ে আপনি নিজে একটু ঘুরেন ফোরামে, সবই পেয়ে যাবেন। সেগুলোর মুল্যও থাকবে।

একজন মেম্বার কি দুইটা লোকাল বোর্ডে পোস্ট করতে পারবেন? এ বিষয়ে কেউ জানলে একটু শেয়ার করবেন। আমাদের একজন ভাই @tokyohd দুইটা লোকাল বোর্ডে পোস্ট করেছেন বাংলাদেশ এবং আরবি। এটা কি ঠিক হয়েছে?
পোস্ট লিংক https://bitcointalk.org/index.php?topic=5357357.msg57821942#msg57821942
এইরকম কোন বাধ্যবাধকতা আছে বলে আমার জানা নেই। আপনি যদি দুইটা লোকাল ভাষা জেনে থাকেন দুইটাতেই কথা বলতে পারবেন, পোস্ট করতে পারবেন। নিষেধ নেই। এইখানে অফিসিয়াল নিয়ম বলতেও কিছু নেই। নরমালী আপনি যদি চট্টগ্রাম এবং সিলেট দুই জায়গার লোকাল ভাষা জানেন এবং কথা বলেন, আপনাকে কেউ নিষেধ করবে? না। এইখানেও মোটামুটি ওইরকমই নিয়ম। ত গুগল ট্রান্সলেশন নিষিদ্ধ।