Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
wtsimis
on 08/10/2021, 07:01:06 UTC
আমি চেনা মতে অনেকে লং রান বিটিসি হোল্ড করতেছে,তারা বিভিন্ন ট্রাস্টেট প্লাটর্ফম যেমন, crypto.com,nexo,lendn আরও অনেক সাইটে ৪/৬% হারে স্ট্যাকিং করতেছে।
এতে করে কিছু % ইনকাম করতেছে আবার হোল্ড করে রাখাও হচ্ছে।
এইগুলো সব সেন্ট্রালাইজড প্লাটফর্ম। আপনি কিভাবে এদের ট্রাস্টেড বলছেন? সেন্ট্রালাইজড প্লাটফর্ম সবসময় রিস্কি। সবসময় মানুষ একটা কথা বলে, "প্রাইভেট কী আপনার না মানে ফান্ডও আপনার না"। সুতরাং এইগুলো অনেক রিস্কি। আপনি আরো ভালো করে জেনে নিবেন বিনিয়োগ করার পূর্বে।
কোনো কোম্পানি তে ইনভেস্ট করার পুর্বে, সবার আগে ওই প্লাটর্ফমের অডিট রিপোর্ট অথবা তাদের কমুনিটি ব্যপারে জানতে হয়। আর ওপরের প্লাট্ররফম গুলো অনেক বড় পরিসরের ইনভেস্ট্র আছে। যেখানের crypto.com (নিজেদের ভিসা কার্ডও আছে) আর celcius এর নিজ টোকেন আছে। আর লেনডিং আর ব্রোইয়িং প্লাটর্ফমে TVL প্যানকেক বা অন্যান্য DEX থেকেও বেশি।  যাইহোক, আপনার কথাও সঠিক, ইনভেস্ট করার পুর্বে ভালোভাবে, চেক করে নিয়ে তারপর ইনভেস্ট করতে হয়।

https://imgur.com/Jf4l3uC

ইথেরিয়াম এর লোগো আসলেই কি আছে এই নোটে? নাকি আপনি এড করেছেন? লল। আমি আসলে এই নোটে এইটা কখনো খেয়াল করি নি। দেখতে অনেকটাই ইথেরিয়াম এর লোগোর মতই।
এটা সতিই আছে, কিন্ত এটার মিনিং আমিও জানি না। হয়তো কোনো অন্য কিছু বোঝায় এটা দিয়ে।