Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Tanveer2011
on 22/10/2021, 16:57:22 UTC
কোরানের অবমাননা কে করসে দেখেন এবার।
ব্যক্তিগত ব্যস্ততার কারনে আমি এইটা নিয়ে তেমন ঘাটাঘাটি করি নাই আর এমনিতেও আমি তেমন কোন মিডিয়া ফলো করিনা কারন আমরা কোন বিষয়কে ওইভাবেই দেখি যেভাবে মিডিয়া দেখাতে চায়। ওইজন্যে খুব কম ফলো করি।
এনিওয়ে, এই ব্যক্তি কি কোরআন শরীফ মন্দিরের ভিতরে রেখে এসেছিল?

তাই এখন প্রশ্ন হলো, কবে নাগাত বিটকয়েন $১০০ হাজারে পৌছাবে নাকি বিটকয়েন এই মাইলফলকে পৌছা্বে নাহ? আশা করি, সকলে নিজেদের মতামত দিবেন।  Smiley
যদি ডিসেম্বর ২০১৭ রিপিট হয় তাহলে $১৫০কে+ এই বছর শেষে অবাক হওয়ার কিছু নেই। PlanB টুইটারে বলেছিল আমরা বুল রানের শুরুতে আছি।

প্রথম থেকেই এই ব্যাপারে আমার সন্দেহ ছিলো। একটা মুসলিম দেশে কোনো হিন্দু সাহস করবে না এরকম কাজ করার। তারা পাগল হয়ে যায়নি। আমাদের সকলেরই কিছু না কিছু হিন্দু বন্ধু রয়েছে। তারা আমাদের ধর্ম কে সম্মান করে। তাছাডা আরেকটা জিনিস ভেবে দেখেন, তারা ওখানে কোরআন শরীফ কেনো রাখবে? ওদের মতে ওখানে কোরআন রাখলে তাদের পূজো হবে না। আমাদের দেশের মানুষ যা দেখে, তা যাচাই বাছাই না করেই আন্দোলন শুরু করে দেয়।

আমি বরাবরই এগুলো এভোয়েট করে চলি।

" গোটা পৃথিবীর জল দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবেনা, কিন্তু মোনাজাতে আপনার চোখের দুই ফোটা জল জাহান্নামের আগুন নিভিয়ে দেবে !! "