Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 26/10/2021, 18:51:34 UTC
বর্তমানে গ্রাফিক্স কার্ডের দাম প্রায় আকাশ চুম্বি। তবে আপনি সেকেন্ড হ্যান্ড জিপিও কিনতে পারেন।
আমার বর্তমান হ্যাশরেট ১১৭। এই মডেলের ৪ টি গ্রাফিক্স কার্ড হলেই আপনিও আমার মতো ১২-১৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন। বিদ্যৎ বিল দেয়ার পরেও।

Rx 570 Or Rx 580 8gb মডেলের একটা জিপিওর সেকেন্ড হ্যান্ড দাম ৩০-৩২ হাজার টাকা। সব মিলিয়ে ১ লক্ষ ৫০-৬৫ হাজার টাকার মধ্যে এই রকম একটা সেটাপ তৈরী করতে পারবেন।

এটি সত্য যে, বর্তমানে গ্রাফিক্স কার্ড মার্কেটে ক্রিপ্টোর মতো বুল মার্কেট চলতেছে ।  Grin আর এই কারণে ব্যবহার করা জিপিউ ক্রয় করতে গেলেও অনেক টাকা লাগবে, কারণ অনেক গেমাররাই ব্যবহার করা জিপিউ ক্রয় করতে পারতেছে নাহ। কারণ মার্কেটে অনেক চাহিদা, কিন্তু মূল্য ধরা ছোয়ার বাহিরে। আর আপনার যেহেতু 1660 super জিপিউটি আছে, তাই আপনি একটু হলেও বেশি হ্যাশরেট পাচ্ছেন। আর সেই তুলনায় কেউ যদি শুধুমাত্র Rx 570 কিংবা Rx 580 জিপিউগুলো দিয়ে মাইনিং করতে চায়, তাহলে তার হ্যাশরেট কমও হইতে পারে। তাই সকলের উচিত মূল বিনিয়োগ এবং মাস শেষে লাভের বিষয়টি whattomine থেকে বিশ্লেষণ শেষে মাইনিং রিগ তৈর করা।  Wink


আমি বুঝতেছি না তাহলে মানুষ কেন ওইখানে ডায়মন্ড সংগ্রহ করার পেছনে আছে লল। আমি তো ভেবেছিলাম ডায়মন্ডগুলোর ভ্যালু আছে ভালোই  :ড

সবাই এই আশায় এইসব সংগ্রহ করতেছে যেন ভবিষ্যতের কোনো প্রতিযোগিতা থেকে কোনো এনএফটি কিংবা এয়ারড্রপ সংগ্রহ করতে পারে। কারণ কয়েনমার্কেটক্যাপ ইতিমধ্যে অনেক প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে এসেছে এবং হয়তো আরো প্রতিযোগিতার ব্যবস্থা করবে, যেখানে হয়তো কূপন কোড পাওয়া যাবে বিভিন্ন কোম্পানির সার্ভিসে ছাড় পাওয়ার জন্য। যেমন: কয়েনগিকো বিভিন্ন ভিপিএনের বাৎসরিক ক্রয়ের জন্য কূপন দেয়, যেগুলো ব্যবহার করার মাধ্যমে সর্বোচ্চ ৭০% এর ছাড় পাওয়া যায়। হয়তো এমন কিংবা অন্য ধরনের প্রতিযোগিতা অথবা পুরস্কারের ব্যবস্থা করবে।  Wink