Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 30/11/2021, 17:45:10 UTC
⭐ Merited by naim027 (1)
সত্যি বলতে আমাদের এখানে কিছু ছেলে পেলে আছে ভাত মাছের মত করে বাউন্টি করে🙂।
এমন ও কিছু আছে যারা শুধু বাউন্টি কি জানে, ক্রিপ্টো সম্পর্কে কোনো ধারনা নাই তাদের।

দুইটা লাইনই ১০০০% সত্য, কেননা এমনও কিছু ব্যক্তি আছে যারা বিভিন্ন ব্লকচেইন সম্পর্কেই জানে নাহ। কোন ব্লকচেইন কেমন করে কাজ করে, সেটিও জানার বাহিরে। কিন্তু বাউন্টি করার বেলায় সকলেই একপায়ে খাড়া এবং সেটি ছাড়া কিছুই বুঝে নাহ। সকলের উচিত বাউন্টিকে ৪র্থ বিষয়ের মতো রাখা এবং ফোরামটিকে জ্ঞানের ভান্ডারের মতো ব্যবহার করা।  Cheesy


আমাকে  বলুন আমি কিভাবে  বাউন্টি কাজ ছারতে পারি প্লিজ..

]
আমি এখনো বুঝতে পারতেছি নাহ যে, আপনি বাউন্টি বাদ দিতে চাইতেছেন, নাকি প্রজেক্টের বাউন্টি ফোরামে চালু করতে চাইতেছেন। যদি বাউন্টি বাদ দিতে চান, তাহলে প্রথমেই আপনি মনস্থির করেন যে, আপনি এই ফোরামটিকে ব্যবহার করবেন নতুন কিছু শেখার এবং অন্যদের সাথে সেটি ভাগাভাগি করার জন্য, বরং ইনকামের জন্য নয়। এরপর ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিত্যনতুন বিষয়গুলো শেখার চেষ্টা করুন এবং অন্যান্যদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। এতে আপনি খুবই সহজে বাউন্ট কাজ বাদ দিতে পারবেন এবং ফোরামের একজন দক্ষ ব্যক্তি হয়ে উঠবেন।  Smiley


নতুন খবর,

   

তাহলে কি সমস্যা হবে বিটকোয়েন ব্যবহার কারিদের

ওই খবরটি মূলত ইন্ডিয়ার এবং যারা ইন্ডিয়ান ক্রিপ্টোব্যবহারকারী আছেন, তাদের জন্য তেমন কোনো সমস্যার বিষয় নয়। কেননা তাদের সরকার মোটামোটি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকে নিয়ম-কানুনের আওতায় নিয়ে আসার চেষ্টা করতেছে, তাই বিটকয়েন ব্যবহারকারীদের তেমন কোনো সমস্যা নেই। তবে আমাদের বাংলাদেশে এখনো ক্রিপ্টোকে নিয়ে তেমন ভালো খবর এখনো দেখা যায়নি বলা যায়।  Wink



অনেক বাউন্টির কথা হইলো, আজকের একটি বিষয় অনেকে জানেন কিনা জানি নাহ, কিন্তু একটি প্রজেক্ট আবার হ্যাক হয়েছে।
বিস্তারিত জানতে এটি দেখুন: https://twitter.com/MonoXFinance/status/1465692925791137799