এইটার কারন বললে চাকরি থাকবে না

অক্টোবর মাসের কন্ট্রিবিউটরগনঃ
তবুও ফোরামের কিছু মহৎ ব্যক্তিবর্গ বলবে আমি লোকালে এক্টিভ না। নাম বললে চাকরি থাকবে না

সে যাই হোক, এইটা আসলে অতি দুঃখের বিষয় যে আমাদের লোকাল বোর্ডে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলাপ আলোচনা হয়না বললেই চলে। সবাই শুধু ইনকাম আর ইনকাম এর পিছনে দৌড়াচ্ছে এবং সেগুলো নিয়েই কথাবার্তা বলছে। আর যে ব্যাপারগুলো নিয়ে সবাই আলোচনা করে না সেটা নিয়ে একজন যতই চেষ্টা করুক লাভের বেলায় শুন্য। কিছুই হবে না।
আমার মনে হয় এইসব ব্যাপার নিয়ে কথা না বলাই ভালো। কে কি বলে বা বলবে, তা নিয়ে পড়ে থাকলে চলবে না। এসব বিষয় নিয়ে কথা বলে বিতর্ক তৈরী হবে। আমি চাই না আমার কারনে নতুন করে কোনো বিতর্ক তৈরী হোক। আমি বুঝতে পেরেছি আপনি থ্রেড ক্রিয়েটরকে মিন করেছেন। উনি যেহেতু একটিভ না, বা এখান থেকে ওনার কোনো বেনিফিট হচ্ছে না। সুতরাং উনাকে আমরা জোর করতে পারি না। ইভেন কাউকেই একটিভ থাকার জন্য বলতে পারি না। আমি জানি না মেরিট সোর্স হওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে। যদি আপনার সেই রিকোয়ারমেন্ট মিট করতে পারেন, তাহলে আপনিও এপ্লাই করতে পারেন। তবে আমার মনে হচ্ছে যেহেতু আমাদের কোনো বোর্ড নেই, আমরা থ্রেড এর মধ্যেই সীমাবদ্ধ, আমার মনে হয় না এই মূহুর্তে মেরিট সোর্স পাবো।