Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 09/12/2021, 21:14:10 UTC

ক্রেইগ অনেক এড্রেসগুলোকে তার এড্রেস দাবি করেছিল, কেননা সেগুলো বিটকয়েনের genesis block মাইনিং করেছিল এবং সেইগুলোই নাকি "সাতোশি" প্রমাণ করার জন্য তার কাছে যথেষ্ট।
এই আর্টিকেল টি যদি শেয়ার করতেন তাহলে অনেকে জানতে পারত বিস্তারিত। আমিও এই সম্পর্কে জানতে ইচ্ছুক

যখন ওই ট্রান্সজেকশনটি হয়েছিল, তখন সম্ভবত আমি বাংলা লোকাল সেকশনে পোষ্ট করেছিলাম কিংবা ফোরামের অন্য কোনো একটি টপিকে পোষ্ট করেছিলাম। আজকে অনেক রাত হওয়াতে আর সেটি খুজে বের করলাম নাহ, কালকে হয়তো সেটি বের করে পোষ্ট করবো।  Wink

Quote
এটা দেখার পর স্বয়ং সাতোশিও হয়ত কনফিউজড হয়ে যাবে যে সে আসলে কে  Grin
হাহাহা  Grin Grin