Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 08/12/2021, 18:40:57 UTC
⭐ Merited by Mahiyammahi (1) ,naim027 (1)
ক্রেইগ রাইট সম্প্রতি একটি মামলা জিতেছেন যেখানে হারলে তাকে প্রায় ২৭ বিলিয়ন ডলার সমমুল্যের বিটকয়েন দেয়া লাগত। কিন্তু কিছু মানুষ এইটাকে ভিন্ন ভাবে ছড়াচ্ছেন। তারা বলছেন ক্রেইগ রাইট সাতশি নাকামতো হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এইটা সম্পুর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। ক্রেইগ রাইট একটা ফ্রড।

শুধুমাত্র আমরা যে এড্রেসগুলো সাতশি নাকামতোর হিসেবে জানি সেই এড্রেসগুলো থেকে মেসেজ সাইন করলেই আসল সাতশিকে পাওয়া যাবে। প্রমান করার অন্য কোন পথ নেই।

ক্রেইগ অনেক এড্রেসগুলোকে তার এড্রেস দাবি করেছিল, কেননা সেগুলো বিটকয়েনের genesis block মাইনিং করেছিল এবং সেইগুলোই নাকি "সাতোশি" প্রমাণ করার জন্য তার কাছে যথেষ্ট। কিন্তু এই বুলরানের শুরুতে একটি এড্রেস ১১ বছর পর এক্টিভ হয়েছিল এবং বিটকয়েন ট্রান্সফার করেছিল। তখনই তো প্রমাণ হয়েছিল যে, ক্রেগ মিথ্যাবাদী।  Grin Grin আমি আর বেশি কিছু বলবো নাহ, নইলে অনেকে ভাববে যে আমি সাতোশি ।  Grin


আরেকটি প্রশ্ন হচ্ছে আমার "যে বাউন্টি কে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা?"
আর আপনারা বাউন্টি কে কিভাবে নেন মানে সময় অপচয় নাকি এ কেউ পেশা হিসেবে নেওয়া যাবে ?

সকল কাজেই সময় লাগে এবং কমবেশি সময়সাপেক্ষ। তাই কঠোর পরিশ্রমি না হয়ে, কৌশলী হয়ে উঠেন। Wink আর আপনি বাউন্টির কাজগুলোকে ৪র্থ বিষয়ের মতো নিতে পারেন। চাইলে আপনি ব্লগ রাইটিং ও ভিডিও ক্যাম্পেইনগুলো করতে পারেন। যেগুলো তেমন সময় লাগবে নাহ, শুধুমাত্র কপিরাইনিং এ দক্ষতা লাগবে। আর যেহেতও ওয়েব ডিজাইনের কাজ শিখতেছেন, সেটা চালিয়ে যান। আশা করি, ভালো মানের ওয়েব ডিজাইনার হতে পারবেন।  Smiley