Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Mahiyammahi
on 09/12/2021, 10:10:56 UTC
⭐ Merited by naim027 (1)

ক্রেইগ অনেক এড্রেসগুলোকে তার এড্রেস দাবি করেছিল, কেননা সেগুলো বিটকয়েনের genesis block মাইনিং করেছিল এবং সেইগুলোই নাকি "সাতোশি" প্রমাণ করার জন্য তার কাছে যথেষ্ট।
এই আর্টিকেল টি যদি শেয়ার করতেন তাহলে অনেকে জানতে পারত বিস্তারিত। আমিও এই সম্পর্কে জানতে ইচ্ছুক
 
Quote
  Grin Grin আমি আর বেশি কিছু বলবো নাহ, নইলে অনেকে ভাববে যে আমি সাতোশি ।  Grin

এটা দেখার পর স্বয়ং সাতোশিও হয়ত কনফিউজড হয়ে যাবে যে সে আসলে কে  Grin


আরেকটি প্রশ্ন হচ্ছে আমার "যে বাউন্টি কে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা?"
আর আপনারা বাউন্টি কে কিভাবে নেন মানে সময় অপচয় নাকি এ কেউ পেশা হিসেবে নেওয়া যাবে ?

আমার মনে হয় বাউন্টি কে পেশা হিসেবে নেওয়া সঠিক সিধান্ত হবে না, কারন মাস শেষে যখন দেখবেন কোনো বাউন্টি থেকে পেমেন্ট পাননি তখন এটা উপলব্ধি করতে পারবেন। বাউন্টি থেকে পাওয়া রিওয়ার্ড গুলো আপনি আপনার অন্য কোনো কাজে লাগাতে পারেন যেমন নিজের স্কিল ডেভেলপ,  ট্রেডিং শেখা অথবা যে এক্সট্রা টাকা টা পাচ্ছেন সেটা ভবিষ্যত এ কিছু করার জন্য একটা পুশ দিবে৷

আমি এভাবেই বাউন্টি কে বিবেচনা করি পার্ট টাইম হিসেবে।


লেগে থাকতে হবে শুধু । আমি এক বাউন্টি থেকে ৩$ এর টোকেন পাইছিলাম অবহেলা করে ফেলে রাখছিলাম এক মাস পর বিএসসি ওয়ালেট চেক করতে গেলাম দেখি অবহেলিত টোকেন এর দাম ১৬৯০$ হয়ে গেছে । তাহলে দেখেন । ক্রিপ্ট হলো এমন । তাই যারা দৈর্য্য ধরতে পারে তারা ভালো কিছুই পায়।।

কংগ্রেচুলেশনস ভাইয়া, আপনার এরকম সাকসেস দেখে আরো অনেকে মোটিভ হবে ধৈর্য ধরে কাজ করার৷ 

অবশ্য ক্রিপ্টো তে যে ধৈর্য ধরতে পারবে না সে সবসময় ই হেরে যাবে। কেও কল্পনা করেছিলো কি? ১$ এর বিটিসি এখন ৫০হাজার ডলার ছাড়িয়ে যাবে।